ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির

পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট: জরিপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভ্লাদিমির পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট। এমনটা মনে করেন দেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ। রাশিয়া সরকার মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ভিটিএসআইওএম পরিচালিত জনমত জরিপে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। সোমবার ওই জরিপ প্রকাশিত হয়। এ বছর ১৮ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন।

সেই নির্বাচনে আবারো পুতিন অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ জরিপ পরিচালনা করে ভিটিএসআইওএম। তাতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৮১.১ ভাগ মানুষ সমর্থন করবেন পুতিনকে। এর ফলে অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না। নির্বাচনে রাশিয়ান কমিউনিস্ট পার্টি সমর্থন দিচ্ছে একজন কৃষক পাভেল গ্রুডিনিনকে।

জরিপে দেখা যাচ্ছে তাকে সমর্থন করছেন শতকরা ৭.৬ ভাগ ভোটার। অন্যদিকে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন ভ্লাদিমির জিরিনোভস্কি। তাকে সমর্থন করছেন শতকরা ৪.২ ভাগ ভোটার। এ ছাড়া প্রার্থী হওয়ার কথা টিভি উপস্থাপক কসেনিয়া সোবচাক, বিরোধী ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি। তাদেরকে সমর্থন করছেন শতকরা মাত্র ০.৭ ও ০.৬ ভাগ ভোটার। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল কমিশনার ফর এন্ট্রিপ্রিনিউরস রাইটসের প্রার্থী বরিস টিটোভ পাবেন শতকরা ০.৩ ভাগ ভোটার। ৮ থেকে ১০ই জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় টেলিফোনে। এ সময়ে ১৮ বছরের বেশি এমন তিন হাজার রাশিয়ানের ওপর জরিপ চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট: জরিপ

আপডেট সময় ১১:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভ্লাদিমির পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট। এমনটা মনে করেন দেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ। রাশিয়া সরকার মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ভিটিএসআইওএম পরিচালিত জনমত জরিপে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। সোমবার ওই জরিপ প্রকাশিত হয়। এ বছর ১৮ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন।

সেই নির্বাচনে আবারো পুতিন অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ জরিপ পরিচালনা করে ভিটিএসআইওএম। তাতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৮১.১ ভাগ মানুষ সমর্থন করবেন পুতিনকে। এর ফলে অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না। নির্বাচনে রাশিয়ান কমিউনিস্ট পার্টি সমর্থন দিচ্ছে একজন কৃষক পাভেল গ্রুডিনিনকে।

জরিপে দেখা যাচ্ছে তাকে সমর্থন করছেন শতকরা ৭.৬ ভাগ ভোটার। অন্যদিকে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন ভ্লাদিমির জিরিনোভস্কি। তাকে সমর্থন করছেন শতকরা ৪.২ ভাগ ভোটার। এ ছাড়া প্রার্থী হওয়ার কথা টিভি উপস্থাপক কসেনিয়া সোবচাক, বিরোধী ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি। তাদেরকে সমর্থন করছেন শতকরা মাত্র ০.৭ ও ০.৬ ভাগ ভোটার। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল কমিশনার ফর এন্ট্রিপ্রিনিউরস রাইটসের প্রার্থী বরিস টিটোভ পাবেন শতকরা ০.৩ ভাগ ভোটার। ৮ থেকে ১০ই জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় টেলিফোনে। এ সময়ে ১৮ বছরের বেশি এমন তিন হাজার রাশিয়ানের ওপর জরিপ চালানো হয়।