ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাতালান নেতা পুজদেমনকে গ্রেফতারে পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতালোনিয়ার সাবেক নেতা কার্লোস পুজদেমন ও তার সঙ্গে বেলজিয়ামে চলে যাওয়া সাবেক চার কাতালান মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেনের এক বিচারক।

বৃহস্পতিবার মাদ্রিদের উচ্চ আদালতের শুনানিতে উপস্থিত হননি পুজদেমন। এরই প্রেক্ষিতে শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বিবিসি।

এদিন আদালতে হাজির হওয়া ৯ সাবেক কাতালান মন্ত্রীকে জামিন না দিয়ে পুলিশ হেফাজতে পাঠান স্পেনীয় বিচারক কারমেন লামেলা। পরে এদের মধ্যে ৫০ হাজার ইউরোয় জামিনে মুক্তি পান সাবেক কাতালান বাণিজ্যমন্ত্রী সান্তি ভিয়ার।

তাদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণার নামে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ এনেছেন স্পেনের কৌঁসুলিরা।

এদিকে বেলজিয়ামে পুজদেমনের আইনজীবী জানান, পুজদেমনের স্পেনে যাওয়ার জন্য পরিস্থিতি ‘সুবিধাজনক নয়’। শুক্রবার বেলজিয়ামের রাষ্ট্রীয় প্রসিকিউটরদের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, পুজদেমনের বিরুদ্ধে জারি হওয়া ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতালান নেতা পুজদেমনকে গ্রেফতারে পরোয়ানা

আপডেট সময় ০৩:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতালোনিয়ার সাবেক নেতা কার্লোস পুজদেমন ও তার সঙ্গে বেলজিয়ামে চলে যাওয়া সাবেক চার কাতালান মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেনের এক বিচারক।

বৃহস্পতিবার মাদ্রিদের উচ্চ আদালতের শুনানিতে উপস্থিত হননি পুজদেমন। এরই প্রেক্ষিতে শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বিবিসি।

এদিন আদালতে হাজির হওয়া ৯ সাবেক কাতালান মন্ত্রীকে জামিন না দিয়ে পুলিশ হেফাজতে পাঠান স্পেনীয় বিচারক কারমেন লামেলা। পরে এদের মধ্যে ৫০ হাজার ইউরোয় জামিনে মুক্তি পান সাবেক কাতালান বাণিজ্যমন্ত্রী সান্তি ভিয়ার।

তাদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণার নামে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ এনেছেন স্পেনের কৌঁসুলিরা।

এদিকে বেলজিয়ামে পুজদেমনের আইনজীবী জানান, পুজদেমনের স্পেনে যাওয়ার জন্য পরিস্থিতি ‘সুবিধাজনক নয়’। শুক্রবার বেলজিয়ামের রাষ্ট্রীয় প্রসিকিউটরদের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, পুজদেমনের বিরুদ্ধে জারি হওয়া ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।