ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

এরদোগানের বিরুদ্ধে চূড়ান্ত প্রার্থী হলেন যারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রিসেপ তাইয়্যিপ এরদোগান দেশটির বর্তমান প্রেসিডন্ট। ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বপালন করেছেন।

দেশটির সুপ্রিম বোর্ড অব ইলেকশন ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। রোববার সকালে কমিশন এক গেজেটে চূড়ান্ত প্রার্থীদের এ তালিকা প্রকাশ করে।

এবারের নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৫ প্রার্থী। নামের ইংরেজি আদ্যাক্ষর অনুসারে প্রকাশিত প্রার্থীরা হচ্ছেন…

১. দগু পেরিনসেক:
দগু পেরিনসেক পেশায় একজন আইনজীবী। তিনি লেফ্ট-উইং ন্যাশনালিস্ট প্যাট্রিয়টিক পার্টির চেয়ারম্যান।

২. মেরাল আকসেনার:
মেরাল আকসেনার ২০১৬ সালে ভাইস স্পিকার এবং ইন্টেরিয়র মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। মেরাল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

৩. মুহাররেম ইনসে:
মুহাররেম ইনসে রিপাবলিকান পিপলস পার্টি থেকে ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একাধারে চারবার নির্বাচিত সংসদ সদস্য। এর মধ্যে দুবার তিনি পার্লামেন্টারি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন।

৪. সেলাহাতিন দেমিরতাস:
সেলাহাতিন দেমিরতাস জাজা কুরদিস গোত্রের নেতা। তিনি ২০০৭ সালে তুরস্কের সংসদ সদস্য ছিলেন। দেমিরতাস দেশটির লেফ্ট উইং প্রো-কুর্দিস পিপলস পার্টির কো-লিডার হিসেবে দায়িত্বপালন করেছেন।

৫. তেমেল কারামোল্লগগু:
তেমেল কারামোল্লগগু তুরস্কের ফেসিলিটি পার্টির নেতা হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এরদোগানের বিরুদ্ধে চূড়ান্ত প্রার্থী হলেন যারা

আপডেট সময় ১১:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল একে পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রিসেপ তাইয়্যিপ এরদোগান দেশটির বর্তমান প্রেসিডন্ট। ২০১৪ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বপালন করেছেন।

দেশটির সুপ্রিম বোর্ড অব ইলেকশন ইতিমধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। রোববার সকালে কমিশন এক গেজেটে চূড়ান্ত প্রার্থীদের এ তালিকা প্রকাশ করে।

এবারের নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৫ প্রার্থী। নামের ইংরেজি আদ্যাক্ষর অনুসারে প্রকাশিত প্রার্থীরা হচ্ছেন…

১. দগু পেরিনসেক:
দগু পেরিনসেক পেশায় একজন আইনজীবী। তিনি লেফ্ট-উইং ন্যাশনালিস্ট প্যাট্রিয়টিক পার্টির চেয়ারম্যান।

২. মেরাল আকসেনার:
মেরাল আকসেনার ২০১৬ সালে ভাইস স্পিকার এবং ইন্টেরিয়র মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। মেরাল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

৩. মুহাররেম ইনসে:
মুহাররেম ইনসে রিপাবলিকান পিপলস পার্টি থেকে ২০০২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একাধারে চারবার নির্বাচিত সংসদ সদস্য। এর মধ্যে দুবার তিনি পার্লামেন্টারি গ্রুপের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন।

৪. সেলাহাতিন দেমিরতাস:
সেলাহাতিন দেমিরতাস জাজা কুরদিস গোত্রের নেতা। তিনি ২০০৭ সালে তুরস্কের সংসদ সদস্য ছিলেন। দেমিরতাস দেশটির লেফ্ট উইং প্রো-কুর্দিস পিপলস পার্টির কো-লিডার হিসেবে দায়িত্বপালন করেছেন।

৫. তেমেল কারামোল্লগগু:
তেমেল কারামোল্লগগু তুরস্কের ফেসিলিটি পার্টির নেতা হিসেবে ২০১৬ সাল থেকে দায়িত্বপালন করছেন।