ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

দিনাজপুরে জুট মিলে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরল উপজেলার রূপালী বাংলা জুট মিল নামে একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও কেউ মারা গেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়ায় যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় পাট ও যন্ত্রাংশসহ প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মিল মালিক।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে বিরল উপজেলার হুসনা নামক স্থানে রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোটা মিলে ছড়িয়ে পড়ে। এ সময় জুট মিলে কাজ করছিল প্রায় সাড়ে ৭০০ শ্রমিক। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মিলের ভেতর শ্রমিকরা চারদিকে ছোটাছুটি শুরু করেন।

অগ্নিকাণ্ডে বেশকিছু শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে অগ্নিদগ্ধরা জানান, মূল গেটে আগুন লেগে আগুন নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়ে। মিলের ভেতর থেকে আত্মরক্ষার্থে তারা দরজা ও জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। অনেকেই মিল থেকে বের হতে পারেনি বলে জানান তারা।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় এবং ভেতরে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পড়ে থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দিনাজপুর ও সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রূপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ জানান, মিলে গুদামজাত পাট, পাটজাত পণ্য এবং মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরো আগুন নেভাতে আরও সময় লাগবে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

দিনাজপুরে জুট মিলে অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরল উপজেলার রূপালী বাংলা জুট মিল নামে একটি পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও কেউ মারা গেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়ায় যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় পাট ও যন্ত্রাংশসহ প্রায় ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মিল মালিক।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে বিরল উপজেলার হুসনা নামক স্থানে রূপালী বাংলা জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোটা মিলে ছড়িয়ে পড়ে। এ সময় জুট মিলে কাজ করছিল প্রায় সাড়ে ৭০০ শ্রমিক। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মিলের ভেতর শ্রমিকরা চারদিকে ছোটাছুটি শুরু করেন।

অগ্নিকাণ্ডে বেশকিছু শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে ১২ জনকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে অগ্নিদগ্ধরা জানান, মূল গেটে আগুন লেগে আগুন নিমিষেই চারদিকে ছড়িয়ে পড়ে। মিলের ভেতর থেকে আত্মরক্ষার্থে তারা দরজা ও জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। অনেকেই মিল থেকে বের হতে পারেনি বলে জানান তারা।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না আসায় এবং ভেতরে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পড়ে থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণহানি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দিনাজপুর ও সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। রূপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ জানান, মিলে গুদামজাত পাট, পাটজাত পণ্য এবং মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন অগ্নিকাণ্ডে ২০০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হানিফ খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরো আগুন নেভাতে আরও সময় লাগবে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আগে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয় বলে তিনি জানান।