আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
সামরিকভাবে পরাজিত করতে ব্যর্থ হয়ে বিক্ষোভের নামে দেশজুড়ে দাঙ্গা ও অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে পেজেশকিয়ান আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিঘ্নিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের ধ্বংসাত্মক ভূমিকার নিন্দা জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, এই অঞ্চলে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা দীর্ঘায়িত করা, ইসলামী দেশগুলির মধ্যে ঐক্য গঠনে বাধা দেওয়া এবং তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল বিভাজন তৈরি করতে একজোট হয়ে কাজ করছে।
তেহরানের সাথে পারমাণবিক আলোচনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভণ্ডামিপূর্ণ কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, বিশ্ব প্রত্যক্ষ করেছে কীভাবে ইরান আলোচনার টেবিলে থাকাকালীন ওয়াশিংটন কূটনীতি এবং সংলাপকে ব্যর্থের চেষ্টা চালিয়ে গেছে। তারা ইরানে আক্রমণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতাবিরোধী অপরাধ করেছে।
পেজেশকিয়ান উল্লেখ করেছেন, বিক্ষোভের সুযোগ নিয়ে আমেরিকা এখন ভিন্ন পথ থেকে একই প্রতিকূল নীতি অনুসরণ করার চেষ্টা করছে। তবে জনগণ তাদের দেশ এবং প্রতিষ্ঠানকে আগের চেয়ে আরও দৃঢ়ভাবে সমর্থন করবে বলেও দাবি করেন।
এসময় বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদি শান্তি এবং উত্তেজনা কমিয়ে আনতে সব পক্ষকে কূটনৈতিকভাবে আলোচনার আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















