ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর বিশ্বাস স্থাপন করবে : তাহের

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর  বিশ্বাস স্থাপন করবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

আগামী নির্বাচনে জনগণ ইসলামী দলগুলোর ওপর বিশ্বাস স্থাপন করবে : তাহের

আপডেট সময় ০৪:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে দেশের মানুষ ইসলামী দলগুলোর ওপর  বিশ্বাস স্থাপন করবে। ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে মানুষ ইসলামী দলগুলোকে ভোট দিতে ঐক্যবদ্ধ হচ্ছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ১৭ বছর পর এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই নির্বাচন কমিশন ও সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল ইসলামী দলগুলোকে ক্ষমতা দেওয়া। নানা কারণে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আধিপত্যবাদবিরোধী ওসমান হাদিকে সন্ত্রাসীরা খুন করেছে। হাদির হত্যাকারীদের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণ এবার ইসলামী দলগুলোকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায়। এজন্য আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

পৌরসভার নির্বাচনি পরিচালক ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর নায়েবে আমির কাজী ইয়াছিন, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আল মামুন রাসেল প্রমুখ।