ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দুই টার্কিকে ‌‘ক্ষমা করা’ নিয়ে বাইডেনের রসিকতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধন্যবাদজ্ঞাপনের দিনে টার্কি (পাখি জাতীয় প্রাণী) খাওয়া যুক্তরাষ্ট্রের ঐতিহ্যে পরিণত হয়েছে। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে জবাই করার জন্য রাখা দুই টার্কি জো বাইডেনের এক সিদ্ধান্ত আপাতত প্রাণে বেঁচে গেছে। মার্কিন প্রেসিডেন্ট তাদের জবাই না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে রসিকতাও করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীনতম এ প্রেসিডেন্ট। টার্কিগুলোর নাম পিনাট বাটার ও জেলি। প্রাণে রক্ষা পাওয়া দুই টার্কিকে ইন্ডিয়ানার পারডু বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়া হবে। বাইডেন বলেন, ‌‘সব আমেরিকানই একই জিনিস চায়। তারা টার্কির চোখে চোখ রেখে বলতে চায় সবকিছু ঠিকঠাকই হবে। আমিও বলবো সব ঠিকই হতে যাচ্ছে।’

কেন দুই টার্কিকে প্রাণে রেহাই দেওয়া হলো সে বিষয়ে বাইডেন মজা করে আরও বলেন, ‘তাদের মেজাজ, চেহারা এবং, হয়তো টিকা দেওয়ার অবস্থার কারণেও হতে পারে!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই টার্কিকে ‌‘ক্ষমা করা’ নিয়ে বাইডেনের রসিকতা

আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধন্যবাদজ্ঞাপনের দিনে টার্কি (পাখি জাতীয় প্রাণী) খাওয়া যুক্তরাষ্ট্রের ঐতিহ্যে পরিণত হয়েছে। হোয়াইট হাউজের রোজ গার্ডেনে জবাই করার জন্য রাখা দুই টার্কি জো বাইডেনের এক সিদ্ধান্ত আপাতত প্রাণে বেঁচে গেছে। মার্কিন প্রেসিডেন্ট তাদের জবাই না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ নিয়ে রসিকতাও করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীনতম এ প্রেসিডেন্ট। টার্কিগুলোর নাম পিনাট বাটার ও জেলি। প্রাণে রক্ষা পাওয়া দুই টার্কিকে ইন্ডিয়ানার পারডু বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়া হবে। বাইডেন বলেন, ‌‘সব আমেরিকানই একই জিনিস চায়। তারা টার্কির চোখে চোখ রেখে বলতে চায় সবকিছু ঠিকঠাকই হবে। আমিও বলবো সব ঠিকই হতে যাচ্ছে।’

কেন দুই টার্কিকে প্রাণে রেহাই দেওয়া হলো সে বিষয়ে বাইডেন মজা করে আরও বলেন, ‘তাদের মেজাজ, চেহারা এবং, হয়তো টিকা দেওয়ার অবস্থার কারণেও হতে পারে!’