ঢাকা ১২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে রিপাবলিকানদের উদ্বেগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো দলের বাইরে আবার কখনো মনগড়া সিদ্ধান্তের কারণে নিজ দলের ভেতরেই সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ইউরোপ থেকে ইস্পাত আমদানিতে করারোপের সিদ্ধান্ত জানানোর পর নিজ দল রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। বস্তুত এরপর থেকেই ঘরে-বাইরে সবখানেই সমালোচিত হচ্ছেন তিনি।

তার দলের প্রথম সারির আইনপ্রনেতারা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছেন। স্পিকার পল রায়ানও এ সিদ্ধান্ত বাতিলের জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। যদিও নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এমন পরিকল্পনার জবাবে ইতোমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। কিন্তু এমন আশঙ্কার পরও নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকের সময় নিজের এ মনোভাবের কথা স্পষ্ট জানান ট্রাম্প।

এমন অবস্থায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এতে ভীত না হয়ে বরং বাণিজ্য যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র জিতবে বলে ট্রাম্পের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সেন্ডার্স।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ করে স্পিকার পল রায়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে কোন ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা।

এছাড়া ট্রাম্পের কর ব্যবস্থা নতুন করে সংস্কার করার ফলে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, ইউরোপের সঙ্গে খারাপ সম্পর্কের ফলে তা শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রায়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে রিপাবলিকানদের উদ্বেগ

আপডেট সময় ১২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো দলের বাইরে আবার কখনো মনগড়া সিদ্ধান্তের কারণে নিজ দলের ভেতরেই সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ইউরোপ থেকে ইস্পাত আমদানিতে করারোপের সিদ্ধান্ত জানানোর পর নিজ দল রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। বস্তুত এরপর থেকেই ঘরে-বাইরে সবখানেই সমালোচিত হচ্ছেন তিনি।

তার দলের প্রথম সারির আইনপ্রনেতারা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছেন। স্পিকার পল রায়ানও এ সিদ্ধান্ত বাতিলের জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। যদিও নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এমন পরিকল্পনার জবাবে ইতোমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। কিন্তু এমন আশঙ্কার পরও নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকের সময় নিজের এ মনোভাবের কথা স্পষ্ট জানান ট্রাম্প।

এমন অবস্থায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এতে ভীত না হয়ে বরং বাণিজ্য যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র জিতবে বলে ট্রাম্পের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সেন্ডার্স।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ করে স্পিকার পল রায়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে কোন ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা।

এছাড়া ট্রাম্পের কর ব্যবস্থা নতুন করে সংস্কার করার ফলে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, ইউরোপের সঙ্গে খারাপ সম্পর্কের ফলে তা শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রায়ান।