ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতে হত্যা কৌশলের অজুহাতে বিএনপি কোনো গোপন বেশ ধারণ করেনি: তারেক রহমান

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

আকাশ নিউজ ডেস্ক : 

চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে।

জাপানিরা চুলের যত্নে যেসব ধাপ মেনে চলেন-

প্রি-ওয়াশ অয়েলিং:

জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে ভালো হয়।

জেন্টল ক্লিনজিং:

জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়।

স্ক্যাল্প ম্যাসাজ:

স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন।

কন্ডিশনিং:

চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে।

লিভ-ইন সিরাম:

চুল যদি শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমানের পর বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আরেক জনপ্রিয় সংগীতশিল্পী

ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন

আপডেট সময় ১১:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আকাশ নিউজ ডেস্ক : 

চুলের যত্নে কোরিয়ানদের মতো জাপানিরাও বেশ সচেতন। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কে বিউটি ও জে বিউটির দিকেই ঝুঁকছে বেশি। জাপানিরা সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে কেশচর্চা করেন। নারীরা চুলের চেয়েও স্ক্যাল্প পরিচর্যায় বেশি মনোযোগ দেন। আর তাই তাদের চুলও থাকে মজবুত, প্রাণবন্ত ও ঝলমলে।

জাপানিরা চুলের যত্নে যেসব ধাপ মেনে চলেন-

প্রি-ওয়াশ অয়েলিং:

জাপানি নারীরা চুল ধোয়ার আগে পুরো স্ক্যাল্প ও চুলে তেল মাখেন। জাপানে ক্যামেলিয়া অয়েলের ব্যবহার হয়ে আসছে বছরের পর বছর। এখানেও ক্যামেলিয়া অয়েল পাওয়া যায়। তবে দাম একটু বেশি। তার পরিবর্তে একেবারে হালকা, কম ঘনত্বের যেকোনো তেল বেছে নিতে পারেন। শ্যাম্পু করার আগে মিনিট দশেক মালিশ করলে ভালো হয়।

জেন্টল ক্লিনজিং:

জাপানিরা স্ক্যাল্প ক্লিনজিংয়ের উপর জোর দেন। এজন্য মাইল্ড ক্লিনজার দিয়ে মাথার ত্বক পরিষ্কার করে নিতে হবে। এতে স্ক্যাল্পে অতিরিক্ত তেল, ধুলো ও ময়লা জমতে পারবে না। চুল ধোয়ার ক্ষেত্রে সালফেট ফ্রি শ্যাম্পু এবং উষ্ণ পানি ব্যবহার করলে ভালো হয়।

স্ক্যাল্প ম্যাসাজ:

স্বাস্থ্যজ্বল চুলের জন্য স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হওয়া প্রয়োজন। মাঝে মাঝে হাতের সাহায্যে স্ক্যাল্প ম্যাসাজ করুন। নয়তো স্ক্যাল্প ম্যাসাজার কিনতে পারেন। ভেজা চুলে সার্কুলার মোশনে মিনিট দুয়েক মাসাজ করুন।

কন্ডিশনিং:

চুলের হাইড্রেশন ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এটি চুল জটমুক্ত রাখতেও ভূমিকা রাখে।

লিভ-ইন সিরাম:

চুল যদি শুষ্ক হয়, তাহলে লিভ-ইন সিরাম ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ও কন্ডিশনারের পর সিরাম ব্যবহার করতে হবে। এই সিরাম লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন পড়ে না।