ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সাংহাইতে মডেলিং করতে গিয়ে রাশিয়ার এক কিশোরী মডেলের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে হইচই। রাশিয়ার ওই মডেল চীনের যে এজেন্সির মাধ্যমে কাজ করছিল তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে।

সাংহাইয়ের ফ্যাশন উইকে অংশ নেওয়ার পর গত শুক্রবার ১৪ বছর বয়সি ভ্লাদা ডিজিয়ুবা গত শুক্রবার চীনে মারা যায়। ভ্লাদা চীনের ইএসইই মডেল এজেন্সির হয়ে কাজ করছিল। ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।

সাবেক সোভিয়ত ইউনিয়ন থেকে অনেক মডেলই চীনে আসে। চীনের আইন অনুযায়ী, কিছু নির্দিষ্ট শিল্পে ১৬ বছরের কম বয়সি বিদেশিরা কাজ করতে পারে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে।

তবে রাশিয়ার ইংরেজি পত্রিকা সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে।

ভ্লাদার মৃত্যুর সময় ইএসইই মডেল এজেন্সির প্রধান প্রতিনিধি ক্যারি ফাং তার পাশে ছিলেন। তিনি বলেন, মৃত্যুর আগে রাশিয়ার এই মডেল দুই মাস খুব আনন্দের সঙ্গে চীনে সময় কাটিয়েছে।

গত সোমবার ক্যারি ফাং বলেন, সে ছিল খুবই প্রাণোচ্ছল। সে চিপস খেতে পছন্দ করত, খাবার খেতেও পছন্দ করত। সে অন্য সব কিশোরীর মতোই চঞ্চল ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথমবারের মতো বড়পর্দায় একসঙ্গে চঞ্চল-পরীমনির ‘শাস্তি’

চীনে রুশ মডেলের মৃত্যু নিয়ে হইচই

আপডেট সময় ১১:২৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের সাংহাইতে মডেলিং করতে গিয়ে রাশিয়ার এক কিশোরী মডেলের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে হইচই। রাশিয়ার ওই মডেল চীনের যে এজেন্সির মাধ্যমে কাজ করছিল তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ দিয়ে কাজ করানোয় ওই মডেলের মৃত্যু হয়েছে।

সাংহাইয়ের ফ্যাশন উইকে অংশ নেওয়ার পর গত শুক্রবার ১৪ বছর বয়সি ভ্লাদা ডিজিয়ুবা গত শুক্রবার চীনে মারা যায়। ভ্লাদা চীনের ইএসইই মডেল এজেন্সির হয়ে কাজ করছিল। ওই মডেল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সে অন্য মডেলদের সঙ্গে আনন্দ নিয়ে কাজ করছিল।

সাবেক সোভিয়ত ইউনিয়ন থেকে অনেক মডেলই চীনে আসে। চীনের আইন অনুযায়ী, কিছু নির্দিষ্ট শিল্পে ১৬ বছরের কম বয়সি বিদেশিরা কাজ করতে পারে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদা দুর্বল অনুভব করছিল এবং তার মাথা ঘোরাচ্ছিল। এ কারণে বুধবার তাকে সাংহাই হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হয় এবং গত শুক্রবার সে মারা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম চীনা গ্লোবাল টাইমসে বলা হয়েছে, রক্তে বিষাক্ততার কারণে তার মৃত্যু হয়েছে।

তবে রাশিয়ার ইংরেজি পত্রিকা সাইবেরিয়ান টাইমসে বলা হয়েছে, রুশ মডেলের মৃত্যু হয়েছে মেনিনজাইটিসে (মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের পাশে অবস্থিত ঝিল্লীর প্রদাহজনিত রোগ)। সাংহাইয়ের ওই ফ্যাশন উইকে অক্লান্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়েছে।

ভ্লাদার মৃত্যুর সময় ইএসইই মডেল এজেন্সির প্রধান প্রতিনিধি ক্যারি ফাং তার পাশে ছিলেন। তিনি বলেন, মৃত্যুর আগে রাশিয়ার এই মডেল দুই মাস খুব আনন্দের সঙ্গে চীনে সময় কাটিয়েছে।

গত সোমবার ক্যারি ফাং বলেন, সে ছিল খুবই প্রাণোচ্ছল। সে চিপস খেতে পছন্দ করত, খাবার খেতেও পছন্দ করত। সে অন্য সব কিশোরীর মতোই চঞ্চল ছিল।