ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ

মধ্যরাতে হামলা: ভি‌সির আহ্বা‌নে বৈঠ‌কে ব‌বি শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যরাতে হামলার ঘটনায় চলমান পরিস্থিতি নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলায় কীর্তনখোলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন তারা।

এর আগে মঙ্গলবার গভীর রাতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে সকালে হাসপাতালে যান উপাচার্য।
এদিকে মধ্যরাতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবিহীন বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে সকালে ওই বাস‌টি যাত্রী নি‌য়ে পটুয়াখালীর দি‌কে যা‌চ্ছি‌লো, তখন বাসটিতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এরপর বাস‌টি সড়‌কের ওপর ফে‌লে রেখে চ‌লে যান এর চালক ও হেলপার।

সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘যেভাবে আমার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এই ঘটনার বিচার প্রত্যাশা করছি। ’ এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভা‌গের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টা‌রে যান। সেখা‌নে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নি‌য়ে কথাকাটাকা‌টির জের ধ‌রে সজল ও মে‌মি‌কে মারধর ও লা‌ঞ্ছিত ক‌রেন। এর প্র‌তিবা‌দে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে এবং র‌ফিক‌কে গ্রেফতা‌রের দা‌বি জানায়। পু‌লিশ র‌ফিক‌কে এক ঘণ্টার মধ্যে র‌ফিক‌কে গ্রেফতার ক‌রে, এরপর রা‌তে শিক্ষার্থী‌দের ওপর এ হামলার ঘটনা ঘ‌টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম: শাকিব খান

মধ্যরাতে হামলা: ভি‌সির আহ্বা‌নে বৈঠ‌কে ব‌বি শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যরাতে হামলার ঘটনায় চলমান পরিস্থিতি নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলায় কীর্তনখোলা অডিটোরিয়ামে বৈঠকে বসেন তারা।

এর আগে মঙ্গলবার গভীর রাতে হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে সকালে হাসপাতালে যান উপাচার্য।
এদিকে মধ্যরাতে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দিয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল পটুয়াখালী মহাসড়কে যাত্রীবিহীন বাসটিতে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে সকালে ওই বাস‌টি যাত্রী নি‌য়ে পটুয়াখালীর দি‌কে যা‌চ্ছি‌লো, তখন বাসটিতে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এরপর বাস‌টি সড়‌কের ওপর ফে‌লে রেখে চ‌লে যান এর চালক ও হেলপার।

সেখান থেকে তিনি সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘যেভাবে আমার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এই ঘটনার বিচার প্রত্যাশা করছি। ’ এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের অর্থ‌নী‌তি বিভা‌গের শিক্ষার্থী তৌ‌ফিকুল সজল ও ফারজানা আক্তার মে‌মি নিজ বা‌ড়ি খুলনায় যাওয়ার জন্য রুপাতলীস্থ বিআর‌টি‌সি কাউন্টা‌রে যান। সেখা‌নে কাউন্টার স্টাফ র‌ফিক তুচ্ছ ঘটনা নি‌য়ে কথাকাটাকা‌টির জের ধ‌রে সজল ও মে‌মি‌কে মারধর ও লা‌ঞ্ছিত ক‌রেন। এর প্র‌তিবা‌দে শিক্ষার্থীরা সড়ক অব‌রোধ ক‌রে এবং র‌ফিক‌কে গ্রেফতা‌রের দা‌বি জানায়। পু‌লিশ র‌ফিক‌কে এক ঘণ্টার মধ্যে র‌ফিক‌কে গ্রেফতার ক‌রে, এরপর রা‌তে শিক্ষার্থী‌দের ওপর এ হামলার ঘটনা ঘ‌টে।