ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

নতুন ইতিহাস গড়লেন রশিদ খান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কার্যকর বোলার বলা হয় রশিদ খানকে। করোনা বিরতিও তার ঘূর্ণিতে ছাপ ফেলতে পারেনি।

বরং কয়েক মাস পর ক্রিকেটে ফিরেই দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন এই আফগান স্পিনার।
বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন রশিদ খান।

রশিদ খানের রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। আসরের পঞ্চম ম্যাচটি বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। শুরুতে ব্যাট করে ট্রাইডেন্ট ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে সেন্ট লুসিয়া জুকসের সামনে লক্ষ্য কমে দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রান। জবাব দিতে নেমে রাখিম কর্নওয়েল, আন্দ্রে ফ্লেচার এবং মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৪.১ ওভারেই জিতে যায় সেন্ট লুসিয়া জুকস।

দল হারলেও রশিদ খানের জন্য ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সী রশিদ এদিন টি-টোয়েন্টিতে নিজের ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন। এই রেকর্ড তিনি গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের দেখা পেতে তিনি খেলেছেন ২১৩ ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের আগে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আরও সাত বোলার। তালিকায় তার উপরে আছেন যথাক্রমে ডোয়াইন ব্র্যাভো (৪৯৯), লাসিথ মালিঙ্গা (৩৯০), সুনীল নারাইন (৩৮২), ইমরান তাহির (৩৬৯), সাকিব আল হাসান (৩৫৪), সোহেল তানভির (৩৫৩), এবং শহীদ আফ্রিদি (৩৩৯)। তবে বোলিং গড়ের (১৭.১৭) দিক থেকে রশিদ খান সবার চেয়ে এগিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন ইতিহাস গড়লেন রশিদ খান

আপডেট সময় ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে কার্যকর বোলার বলা হয় রশিদ খানকে। করোনা বিরতিও তার ঘূর্ণিতে ছাপ ফেলতে পারেনি।

বরং কয়েক মাস পর ক্রিকেটে ফিরেই দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন এই আফগান স্পিনার।
বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন রশিদ খান।

রশিদ খানের রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। আসরের পঞ্চম ম্যাচটি বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। শুরুতে ব্যাট করে ট্রাইডেন্ট ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে সেন্ট লুসিয়া জুকসের সামনে লক্ষ্য কমে দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রান। জবাব দিতে নেমে রাখিম কর্নওয়েল, আন্দ্রে ফ্লেচার এবং মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৪.১ ওভারেই জিতে যায় সেন্ট লুসিয়া জুকস।

দল হারলেও রশিদ খানের জন্য ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সী রশিদ এদিন টি-টোয়েন্টিতে নিজের ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন। এই রেকর্ড তিনি গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের দেখা পেতে তিনি খেলেছেন ২১৩ ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের আগে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আরও সাত বোলার। তালিকায় তার উপরে আছেন যথাক্রমে ডোয়াইন ব্র্যাভো (৪৯৯), লাসিথ মালিঙ্গা (৩৯০), সুনীল নারাইন (৩৮২), ইমরান তাহির (৩৬৯), সাকিব আল হাসান (৩৫৪), সোহেল তানভির (৩৫৩), এবং শহীদ আফ্রিদি (৩৩৯)। তবে বোলিং গড়ের (১৭.১৭) দিক থেকে রশিদ খান সবার চেয়ে এগিয়ে।