ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড বাস্তবতা বিবেচনায় দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: আহসান হাবিব মনসুর সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: আদিলুর রহমান খান

নবীন মেধাবীদের সুযোগ দেবেন বিবেক ওবেরয়

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা বিবেবক ওবেরয় প্রযোজক হিসেবে তার পরবর্তী সিনেমা ‘ইতি’র নাম ঘোষণা করেছেন। তবে তার ঝুলিতে আরও কিছু সিনেমার কাজ রয়েছে। আর তাতে তিনি সুযোগ দিতে চান নবাগত মেধাবী অভিনেতাদের।

বিবেক ওবেরয় তার ইনস্টাগ্রামে জানান, তার আসন্ন হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’-এ নতুন মেধাবী অভিনেতার অভিষেক করবেন।

তিনি বলেন, মেধাবীদের সবসময়ই সহযোগিতা করার চেষ্টা করেছি। তাই এবার ‘রোজি’র জন্য মেধা সন্ধান করব। আমি ও মন্দিরা এন্টারটেইনমেন্ট গুরুত্বপূর্ণ চরিত্রে নবাগত অভিনেতা নিরপেক্ষভাবে সুযোগ দিতে অঙ্গিকার করছি। বড় একটি ব্যতিক্রম ঘটাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এটি।

আরেক পোস্টে বিবেক লেখেন, ঈশ্বর পরম দয়ালু। আমাদের দ্বিতীয় সিনেমা আপনাদের জন্য আনছি। ‘রোজি’ নামের একটি হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি। গুরুগ্রামে সংঘটিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ পরিচালনা করবেন বিশাল মিশ্র। বিবেকের অপর থ্রিলার ‘ইতি’ও পরিচালনা করছেন তিনি। আর দু’টো সিনেমাই প্রযোজনা করছেন বিবেক ওবেরয় ও তার সঙ্গে মন্দিরা এন্টারটেইনমেন্ট।

গত মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিবেক ওবেরয় দীর্ঘ পোস্ট লেখেন সামাজিকমাধ্যমে। তার মতে, বলিউডের এখন আত্মনীরিক্ষণ প্রয়োজন। ‘কাই পো চে’ অভিনেতার মৃত্যু এখন সেই ডাকটিই দিয়েছে। হিন্দি চলচ্চিত্র শিল্পকে একটি পরিবারের মতোই হওয়া দরকার। যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে, অবদমন নয়।

বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে যখন তোলপাড় চলছে, তখন বিবেকের এ ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

নবীন মেধাবীদের সুযোগ দেবেন বিবেক ওবেরয়

আপডেট সময় ১০:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা বিবেবক ওবেরয় প্রযোজক হিসেবে তার পরবর্তী সিনেমা ‘ইতি’র নাম ঘোষণা করেছেন। তবে তার ঝুলিতে আরও কিছু সিনেমার কাজ রয়েছে। আর তাতে তিনি সুযোগ দিতে চান নবাগত মেধাবী অভিনেতাদের।

বিবেক ওবেরয় তার ইনস্টাগ্রামে জানান, তার আসন্ন হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’-এ নতুন মেধাবী অভিনেতার অভিষেক করবেন।

তিনি বলেন, মেধাবীদের সবসময়ই সহযোগিতা করার চেষ্টা করেছি। তাই এবার ‘রোজি’র জন্য মেধা সন্ধান করব। আমি ও মন্দিরা এন্টারটেইনমেন্ট গুরুত্বপূর্ণ চরিত্রে নবাগত অভিনেতা নিরপেক্ষভাবে সুযোগ দিতে অঙ্গিকার করছি। বড় একটি ব্যতিক্রম ঘটাতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এটি।

আরেক পোস্টে বিবেক লেখেন, ঈশ্বর পরম দয়ালু। আমাদের দ্বিতীয় সিনেমা আপনাদের জন্য আনছি। ‘রোজি’ নামের একটি হরর-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি। গুরুগ্রামে সংঘটিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে এই ফ্র্যাঞ্চাইজি।

‘রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টার’ পরিচালনা করবেন বিশাল মিশ্র। বিবেকের অপর থ্রিলার ‘ইতি’ও পরিচালনা করছেন তিনি। আর দু’টো সিনেমাই প্রযোজনা করছেন বিবেক ওবেরয় ও তার সঙ্গে মন্দিরা এন্টারটেইনমেন্ট।

গত মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিবেক ওবেরয় দীর্ঘ পোস্ট লেখেন সামাজিকমাধ্যমে। তার মতে, বলিউডের এখন আত্মনীরিক্ষণ প্রয়োজন। ‘কাই পো চে’ অভিনেতার মৃত্যু এখন সেই ডাকটিই দিয়েছে। হিন্দি চলচ্চিত্র শিল্পকে একটি পরিবারের মতোই হওয়া দরকার। যেখানে মেধাকে মূল্যায়ন করা হবে, অবদমন নয়।

বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে যখন তোলপাড় চলছে, তখন বিবেকের এ ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন অনেকেই।