ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

জয় হোক এলিসা গ্রানাটোর…

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস ধ্বংস করতে দিনরাত এক করছেন গবেষকরা। পৃথিবীর মানুষকে বাচাতেই হবে। প্রতিদিন হাজার হাজার মারা যাচ্ছে করোনার ছোবলে। আক্রান্তের হার বাড়ছে হু হু করে। এমন সময় জীবন বাজি রেখে এগিয়ে এলেন সেই মানুষটি।

তিনি এলিসা গ্রানাটো। মানুষ ও মানবতা বাঁচাতে মৃত্যুর ঝুঁকি নিয়েছেন ৩২ বছর বয়সী এই নারী। কোভিড ১৯ ভাইরাসের জিন থেকে তৈরি প্রতিষেধক প্রবেশ করানো হয়েছে এলিসার দেহে।

এই প্রতিষেধক তাঁর দেহে এন্টিবডি তৈরি করার পর, আবার করোনা ভাইরাস প্রবেশ করানো হবে এলিসার দেহে। দেখা হবে, এই প্রতিষেধক মানব দেহে কার্যকর কিনা। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে।

এ ধরনের পরীক্ষা সাধারণত গিনিপিগ বা অন্য কোনো প্রাণীর উপর করা হয়। এতে যে সময় ব্যায় হবে, তাতে দেরি হবে অনেক।

ভয়ংকর এই ভাইরাসে মারা যেতে পারে আরও লক্ষ লক্ষ মানুষ। তাই, সরাসরি মৃত্যু ঝুঁকি থাকা সত্বেও নিজ দেহে এই প্রতিষেধক সেচ্ছায় পরীক্ষা করাচ্ছেন এলিসা গ্রানাটো।

কোনো দিন দেখা বা চেনা হবেনা তবুও মানুষের জন্য তিনি নিয়েছেল এই ঝুঁকি। কারণ মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে এই ঝুঁকি নিয়েছেন তিনি।

তাঁর মতো আরো ৮০০ জন এরকম ঝুঁকি নিবেন মানব সভ্যতাকে করোনা নামক অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষার জন্যে।

এই মহামারির বিরুদ্ধে যুদ্ধ করা এরকম অনেক বীরের নাম আমরা কোনো দিনই হয়তে জানব না। তবুও যেনো মনে রাখি তাঁদের এই আত্মত্যাগে আমরা মানব জাতি করোনার ছোবল থেকে বেঁচে গেছি।

মানুষ মানুষের জন্য এই চেতনায় অনেকে কাজ করে বলে আমরা এখনো দিন বদলের স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন দেখি।

জয় হোক মানবতার। জয় হোক এলিসা গ্রানাটোর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

জয় হোক এলিসা গ্রানাটোর…

আপডেট সময় ১০:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস ধ্বংস করতে দিনরাত এক করছেন গবেষকরা। পৃথিবীর মানুষকে বাচাতেই হবে। প্রতিদিন হাজার হাজার মারা যাচ্ছে করোনার ছোবলে। আক্রান্তের হার বাড়ছে হু হু করে। এমন সময় জীবন বাজি রেখে এগিয়ে এলেন সেই মানুষটি।

তিনি এলিসা গ্রানাটো। মানুষ ও মানবতা বাঁচাতে মৃত্যুর ঝুঁকি নিয়েছেন ৩২ বছর বয়সী এই নারী। কোভিড ১৯ ভাইরাসের জিন থেকে তৈরি প্রতিষেধক প্রবেশ করানো হয়েছে এলিসার দেহে।

এই প্রতিষেধক তাঁর দেহে এন্টিবডি তৈরি করার পর, আবার করোনা ভাইরাস প্রবেশ করানো হবে এলিসার দেহে। দেখা হবে, এই প্রতিষেধক মানব দেহে কার্যকর কিনা। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে।

এ ধরনের পরীক্ষা সাধারণত গিনিপিগ বা অন্য কোনো প্রাণীর উপর করা হয়। এতে যে সময় ব্যায় হবে, তাতে দেরি হবে অনেক।

ভয়ংকর এই ভাইরাসে মারা যেতে পারে আরও লক্ষ লক্ষ মানুষ। তাই, সরাসরি মৃত্যু ঝুঁকি থাকা সত্বেও নিজ দেহে এই প্রতিষেধক সেচ্ছায় পরীক্ষা করাচ্ছেন এলিসা গ্রানাটো।

কোনো দিন দেখা বা চেনা হবেনা তবুও মানুষের জন্য তিনি নিয়েছেল এই ঝুঁকি। কারণ মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে এই ঝুঁকি নিয়েছেন তিনি।

তাঁর মতো আরো ৮০০ জন এরকম ঝুঁকি নিবেন মানব সভ্যতাকে করোনা নামক অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষার জন্যে।

এই মহামারির বিরুদ্ধে যুদ্ধ করা এরকম অনেক বীরের নাম আমরা কোনো দিনই হয়তে জানব না। তবুও যেনো মনে রাখি তাঁদের এই আত্মত্যাগে আমরা মানব জাতি করোনার ছোবল থেকে বেঁচে গেছি।

মানুষ মানুষের জন্য এই চেতনায় অনেকে কাজ করে বলে আমরা এখনো দিন বদলের স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন দেখি।

জয় হোক মানবতার। জয় হোক এলিসা গ্রানাটোর।