আকাশ স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলে একের পর এক ইনজুরির ধাক্কা। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার ইনজুরিতে মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে ফরম্যাটের টাইগার দলপতির ইনজুরি অবশ্য আগে থেকেই ছিল। কিন্তু সেটি প্রকাশ্যে এসেছে বুধবার।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শর্ট মিডউইকেটে দাঁড়িয়ে উড়ন্ত একটি ক্যাচ নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই ক্যাচ নেয়ার সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পেয়েছিলেন টাইগার দলপতি। ক্যাচ ধরার পরপরই তিনি মাঠ ছেড়েছিলেন। পরে আঙুলে ব্যান্ডেজ পরে তিনি মাঠে নেমেছিলেন।
এশিয়া কাপ খেলে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর বুধবার বিসিবিতে যান মাশরাফি বিন মুর্তজা। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে আঙুলের বিষয় নিয়ে কথা বলেন তিনি।
দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মাশরাফি তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিল। এ ধরনের আঘাত সারতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। ইতোমধ্যে বেশ কিছু সময় পার হয়েছে। আশা করছি আগামী এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে তার উঁরুতেও ইনজুরি আছে। আমরা সেটাও দেখছি।’
বাংলাদেশ দলে বর্তমানে শক্তির অন্যতম জায়গা হচ্ছে ‘পঞ্চ পাণ্ডব’। কিন্তু এই পঞ্চ পাণ্ডবের সকলেই ইনজুরিতে। তামিম-সাকিব আগে থেকেই ইনজুরিতে। মুশফিকুর রহিমে পাঁজরে ব্যথা। মাশরাফি বিন মুর্তজার হাতে ইনজুরি। মাহমুদউল্লাহ রিয়াদেরও নাকি ইনজুরি রয়েছে। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। সুতরাং, এই সিরিজের আগে সিনিয়র ক্রিকেটারদের ইনজুরিই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াল।
আকাশ নিউজ ডেস্ক 

























