আকাশ স্পোর্টস ডেস্ক :
দারুণ লড়াই শেষেও পুরুষ ফুটবলাররা হারাতে পারেনি ভারতকে। ফুটসালে বাংলাদেশ নারী দল সেই আক্ষেপ মিটিয়েছে সুদে-আসলে। থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসালের নারী বিভাগে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভারতের মেয়েরা পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। এর আগে, ফুটসালে বুধবার পুরুষ বিভাগে ভারতের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৪-৪ গোলে ড্র করেছিল।
বাংলাদেশের আজকের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। গোলে সহায়তা করেন কৃষ্ণা রাণী সরকার।
দ্বিতীয়ার্ধে ভারত খেলার ধার বাড়ায়। তবে মাতসুসিমা সুমাইয়ার গোলে আরও বড় লিড নেয় বাংলাদেশ। শেষদিকে ভারত এক গোল শোধ করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























