আকাশ নিউজ ডেস্ক:
রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ কাজ-কর্মে অগ্রগতি হবে। মানসিক অস্থিরতা কম থাকাতে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): ভ্রমণের যোগ দিয়েই দিনটি শুরু হচ্ছে। সকালের দিকে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আয় রোজগার বৃদ্ধি না পেলেও খরচ তুলনামূলক কমাতে পারবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। প্রবাসীদের কাজে কিছু বাধা-বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
মিথুন (২২ মে – ২১ জুন): বন্ধু বা বড় ভাই এর সাহায্যে কোনো অসাধ্যকে সাধন করতে পারেন। ব্যবসা-বাণিজ্যে কোনো শুভাকাঙ্খীর সাহায্য পাবেন। আয় রোজগার বৃদ্ধি পাবে। আজ বেসরকারি চাকুরেদের কোনো বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী ব্যবসায় কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): বেসরকারভালো যাবে। অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ আছে। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী শিক্ষকের সাহায্য পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে আশানুরুপ অগ্রগতি হবে। বৈদেশিক কাজে কোনো প্রবাসী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করা যায়।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কোনো ঋণ সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনা জনিত লোকসান গুণতে হতে পারে। বিদেশ থেকে আউটসোর্সিং এর টাকা পেতে পারেন। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): কোনো ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অংশীদারি ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। দূরে যাত্রায় সতর্ক থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর কারণে কিছু বাধা-বিপত্তি হতে থাকবে। ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গার্মেন্টস কর্মীরা কোনো নতুন কর্মস্থলে যোগ দিলে ভালো করবেন।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): সৃজনশীল পেশাজীবিদের আয় রোজগার বাড়তে পারে। সন্তানের সঙ্গে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবার যোগ।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পারিবারিক ক্ষেত্রে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনা-কাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। মায়ের সাহায্য পেতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মূদ্রণ ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ছোট ভাই-বোনের বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বকেয়া অর্থ আদায়ে সফলতার দিন। খুচরা ও পাইকারি বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বাড়িতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের সুযোগ পাবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























