আকাশ জাতীয় ডেস্ক :
কুষ্টিয়ায় মনিরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহরের চরথানাপাড়ায় এ ঘটনা ঘটে। মনিরুল একই এলাকার মৃত আশরাক মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মনিরুলকে নিজ বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরুলের মা ময়না খাতুন জানান, মনিরুল দীর্ঘ সময় ধরে নেশা করে আসছে। নেশার টাকা জোগাড় করতে রিকশা চালানোর পাশাপাশি এলাকায় চুরি করতো। পুলিশের ভয়ে বাড়ির পাশের এক বাড়ির ছাদে নেশা করতো।
মনিরুলের স্ত্রী বলেন, চোর সন্দেহে তাকে পিটিয়েছে কয়েকজন।
তার বোন বিথী খাতুন বলেন, এলাকার কয়েকজন মনিরুলকে মারার হুমকি দিয়ে আসছিলো। তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
আকাশ নিউজ ডেস্ক 
























