আকাশ জাতীয় ডেস্ক :
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, একটি দল কৌশলে জুলাই আন্দোলনের সুফল এককভাবে তাদের ঘরে নেওয়ার জন্য কৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী তথা সরকার পতনের আন্দোলন বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর সক্রিয় ভূমিকায় সফল হয়েছে, যা দেশবাসী অবগত আছে।
শনিবার (১৭ জানুয়ারি) জেলার হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, ‘আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটি এ দেশের মানুষ কখনোই হতে দেবে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভুত্থানের সঙ্গে এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নিয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে স্বৈরাচার। কাজেই এটি সবার আন্দোলন। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্রদের ছিল, সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। আমরা সকলকে শ্রদ্ধা ও সালাম জানাই। যার যতটুকু পাওনা আছে, অংশগ্রহণ আছে, তাদের আমরা সম্মান করি। কাজেই এই আন্দোলন সবার আন্দোলন এবং এই বিজয় সবার বিজয় বলে স্বীকৃত।’
ডা. জাহিদ বলেন, ‘পলাতক স্বৈরাচার আমাদের সাথে যে আচরণ করেছে— সে সকল গুম, খুন ও হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। যারা বিদেশে অর্থ পাচার করেছে, তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। পাশাপাশি, তাদের অপরাধের বিচার করতে হবে।’
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















