ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মালিঙ্গা মুস্তাফিজকে আগের মুস্তাফিজ বানাতে চান

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। একটা সময় মালিঙ্গার নাম শুনলেই ব্যাটসম্যানদের হৃদয়ে কাপন ধরে যেত। সেই ধার এখন আর নেই। বয়সের সাথে সাথে বোলিংটাই হয়ে গেছে খরচে। তাই এখন আর জাতীয় দলের সাথে নেই এই তারকা। দল পাননি এবারের আইপিএলেও। তবে খেলোয়ার হিসেবে দল না পেলেও মুম্বাইয়ের মেন্টর হিসেবে ঠিকই আছেন মালিঙ্গা। যে দলটিতে আবার আছে পেসার মুস্তাফিজ। তাই এবার নতুন মিশনে মুস্তাফিজকে পূরনো মুস্তাফিজ বানাতে চান মালিঙ্গা।

মালিঙ্গা বলেন, ‘কিছু সময় আসে যখন তারা সবকিছু ঠিকঠাক করতে পারে না। চাপ থাকে। আমি তখন তাদেরকে বোঝাতে পারি কিভাবে সেই মুহূর্তগুলো জয় করতে হয়। মু্স্তাফিজও আছে সেখানে। আমি সত্যিই চাই ওকে সাহায্য করতে।

মুস্তাফিজ নিজের ক্যারিয়ারটা যেভাবে শুরু করেছিলেন সেই রকম ধার আর নেই। তিন বছর আগের মুস্তাফিজ ও বর্তমান মুস্তাফিজের মধ্যে অনেক পার্থক্য। এমন না যে এখন অনেক খারাপ করছে তবে ক্যারিয়ারের শুরুর বোলিং জাদুটা নেই মুস্তাফিজের হাতে নেই।

মুম্বাইয়ের মুস্তাফিজের বোলিং মেন্টর মালিঙ্গা খুঁজে পেয়েছেন ব্যর্থতার কারণ। অতি আগ্রাসী ও নিজের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আগের মতো সাফল্য পাচ্ছেন না মুস্তাফিজ। সেই সাথে পুরনো মুস্তাফিজকে ফিরে পেতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন এই শ্রীলঙ্কান অভিজ্ঞ পেসার।

‘যখন সে এসেছিল, সত্যিই অসাধারণ ছিল। এখনও ভালো করছে। তবে লোকে চায় আরও বেশি। প্রত্যাশার চাপ থেকেই ওর হয়তো নিজের মধ্যে এটা সংশয় সৃষ্টি হয়েছে। আর আমার মনে হয়, ও খুব বেশি চেষ্টা করছে। আমার মনে হয় না সে সবসময় নিজের ম্যাচ পরিকল্পনায় থাকতে পারছে। ’

তিনি আরও যোগ করেন, ‘ওর তিন-চার রকমের বৈচিত্র আছে। কিন্তু কখন, কোন পরিস্থিতিকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আরও ভালো করে শিখতে হবে ওকে। আমার মনে হয়, ও একটু বেশি আগ্রাসী হচ্ছে এবং একটু বেশি শক্তভাবে চেষ্টা করছে। ওকে রিল্যাক্সড হতে হবে। আশা করছি ওকে পুরনো রূপে ফিরিয়ে আনতে পারব। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালিঙ্গা মুস্তাফিজকে আগের মুস্তাফিজ বানাতে চান

আপডেট সময় ০৯:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। একটা সময় মালিঙ্গার নাম শুনলেই ব্যাটসম্যানদের হৃদয়ে কাপন ধরে যেত। সেই ধার এখন আর নেই। বয়সের সাথে সাথে বোলিংটাই হয়ে গেছে খরচে। তাই এখন আর জাতীয় দলের সাথে নেই এই তারকা। দল পাননি এবারের আইপিএলেও। তবে খেলোয়ার হিসেবে দল না পেলেও মুম্বাইয়ের মেন্টর হিসেবে ঠিকই আছেন মালিঙ্গা। যে দলটিতে আবার আছে পেসার মুস্তাফিজ। তাই এবার নতুন মিশনে মুস্তাফিজকে পূরনো মুস্তাফিজ বানাতে চান মালিঙ্গা।

মালিঙ্গা বলেন, ‘কিছু সময় আসে যখন তারা সবকিছু ঠিকঠাক করতে পারে না। চাপ থাকে। আমি তখন তাদেরকে বোঝাতে পারি কিভাবে সেই মুহূর্তগুলো জয় করতে হয়। মু্স্তাফিজও আছে সেখানে। আমি সত্যিই চাই ওকে সাহায্য করতে।

মুস্তাফিজ নিজের ক্যারিয়ারটা যেভাবে শুরু করেছিলেন সেই রকম ধার আর নেই। তিন বছর আগের মুস্তাফিজ ও বর্তমান মুস্তাফিজের মধ্যে অনেক পার্থক্য। এমন না যে এখন অনেক খারাপ করছে তবে ক্যারিয়ারের শুরুর বোলিং জাদুটা নেই মুস্তাফিজের হাতে নেই।

মুম্বাইয়ের মুস্তাফিজের বোলিং মেন্টর মালিঙ্গা খুঁজে পেয়েছেন ব্যর্থতার কারণ। অতি আগ্রাসী ও নিজের পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় আগের মতো সাফল্য পাচ্ছেন না মুস্তাফিজ। সেই সাথে পুরনো মুস্তাফিজকে ফিরে পেতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন এই শ্রীলঙ্কান অভিজ্ঞ পেসার।

‘যখন সে এসেছিল, সত্যিই অসাধারণ ছিল। এখনও ভালো করছে। তবে লোকে চায় আরও বেশি। প্রত্যাশার চাপ থেকেই ওর হয়তো নিজের মধ্যে এটা সংশয় সৃষ্টি হয়েছে। আর আমার মনে হয়, ও খুব বেশি চেষ্টা করছে। আমার মনে হয় না সে সবসময় নিজের ম্যাচ পরিকল্পনায় থাকতে পারছে। ’

তিনি আরও যোগ করেন, ‘ওর তিন-চার রকমের বৈচিত্র আছে। কিন্তু কখন, কোন পরিস্থিতিকে কিভাবে ব্যবহার করতে হবে, এটা আরও ভালো করে শিখতে হবে ওকে। আমার মনে হয়, ও একটু বেশি আগ্রাসী হচ্ছে এবং একটু বেশি শক্তভাবে চেষ্টা করছে। ওকে রিল্যাক্সড হতে হবে। আশা করছি ওকে পুরনো রূপে ফিরিয়ে আনতে পারব। ’