অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার জোড়া শিশু রোকেয়া রাবেয়ার অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বের দ্বিতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। সকাল সোয়া নয়টায় ঢাকা মেডিকেলের সিসিইউতে ২২ সদস্যের বিশেষজ্ঞ বোর্ড এই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন।
এর আগে মঙ্গলবার সকালে অ্যানেসথেসিয়ার পর মস্তিষ্কের এনজিওগ্রামের মাধ্যমে রক্তনালীর পৃথক অবস্থান জানতে সক্ষম হন চিকিৎসকরা। মূলত আজকের পরই সার্বিক বিবেচনায় মূল অস্ত্রোপচারের প্রস্তুতি নেয়ার কথা রয়েছে। রোকেয়া ও রাবেয়া, জন্মের পর থেকেই মাথা সংযুক্ত হওয়ায় তাদের বলা হয় জোড়া শিশু।
বয়স ২০ মাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের শারীরিক প্রতিবন্ধকতা। এর আগে বিভিন্ন দফায় রাবেয়া রোকেয়ার চিকিৎসা হলেও গত ২১ ফেব্রুয়ারি ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। হাঙ্গেরির দুজন বিশেষজ্ঞ নিযুক্ত হন চিকিৎসার দায়িত্বে। ঝুঁকি জেনেও চিকিৎসকদের ওপর আস্থা রেখেছেন অভিভাবকেরা।
আকাশ নিউজ ডেস্ক 

























