ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

ভাঙ্গুড়ায় ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ২৪ জন আহত ও আটক ৫ জন

আকাশ জাতীয় ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় ক্লাব দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকায় এবং তিনজনকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অন্যরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে এবং জামাল নামের জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুকুরপাড় গ্রামে উদয় সংঘ নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। বেশ কিছুদিন ধরে এই সংগঠনের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধিতা চলছিল। সম্প্রতি ক্লাবের চাবি এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে দিতে বাধ্য হয় এবং এই নিয়ে দুই পক্ষের শতাধিক লোক মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে দুই পক্ষের অন্তত দুই ডজন লোক গুরুতর আহত হয়। আহতদের বেশিরভাগ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুইজনকে পাবনা ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় পুলিশ ফয়জুল সরদার (৬৩), রওশন আলী (৫০), সানোয়ার সরদার (৩৫), শাহআলম সরদার (৩২) ও আশিক সরদার নামে ৫জনকে আটক করে পাবনা আদালতে পাঠিয়েছে।

তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি ও আ.লীগের দুইটি পক্ষ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ক্লাবের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

ভাঙ্গুড়ায় ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ২৪ জন আহত ও আটক ৫ জন

আপডেট সময় ০২:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় ক্লাব দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকায় এবং তিনজনকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অন্যরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে এবং জামাল নামের জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুকুরপাড় গ্রামে উদয় সংঘ নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। বেশ কিছুদিন ধরে এই সংগঠনের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধিতা চলছিল। সম্প্রতি ক্লাবের চাবি এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে দিতে বাধ্য হয় এবং এই নিয়ে দুই পক্ষের শতাধিক লোক মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে দুই পক্ষের অন্তত দুই ডজন লোক গুরুতর আহত হয়। আহতদের বেশিরভাগ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুইজনকে পাবনা ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় পুলিশ ফয়জুল সরদার (৬৩), রওশন আলী (৫০), সানোয়ার সরদার (৩৫), শাহআলম সরদার (৩২) ও আশিক সরদার নামে ৫জনকে আটক করে পাবনা আদালতে পাঠিয়েছে।

তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি ও আ.লীগের দুইটি পক্ষ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ক্লাবের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।