আকাশ জাতীয় ডেস্ক :
ভোলা-১ (সদর) আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এবার ওই আসনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সোমবার বিকালে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি আজ বিকাল ৫টার দিকে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এদিকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত চারদলীয় জোটের প্রার্থী হয়ে বিপুল ভোটে প্রথমবারের মতো ভোলা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করে দেশ-বিদেশে ঝড় তুলেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে কট্টর হয়ে বক্তব্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন।
অন্যদিকে ভোলা-১ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইতে জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. রফিজুল হোসেনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বর্তমানে এ আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী কবি মো. মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আশ্রাফ আলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আকাশ নিউজ ডেস্ক 




















