ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

এবার চীনের আকাশপথে চলবে ট্রেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার চীনের আকাশপথে চলবে ট্রেন। শুরু হয়েছে চীনের শানদং প্রদেশের কুইংদাও শর এলাকায় পরীক্ষামূলকভাবে ঝুলন্ত ট্রেনের কার্যক্রম। চীনের দাবি, যদি পরীক্ষামূলক কার্যক্রম সফলতা অর্জন করে তাহলে এই ট্রেনই হবে চীনের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। গতিবেগ হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার। সর্বোচ্চ ৫১০ জন যাত্রী নিয়ে সফর করতে পারবে ট্রেনটি।

তাদের আরও দাবি, এই স্কাইট্রেন চীনের বহুল প্রচলিত সাবওয়ে ট্রেনের তুলনায় তিনগুণ ভালো কাজ করতে পারবে। মূলত পার্বত্য অঞ্চল এবং বড় বড় শহরের যানজট জর্জরিত এলাকায় এই ট্রেন পরিষেবা বেশ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া কম খরচ এবং প্রচলিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা যাবে এই স্কাইট্রেনের। এই ট্রেনটি বানিয়েছে কুইংদাও সিআরআরসি শিফাং কোং লিমিটেড। এই প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর লিয়ু হুয়েন জানিয়েছেন, স্বল্প খরচে সবচেয়ে ক্ষমতাশীল যান তৈরির দিকেই আমাদের নজর ছিল। এই স্কাইট্রেন শব্দ নিয়ন্ত্রিত, আধুনিক অপারেটিং সিস্টেমই এটি চলবে।

উল্লেখ্য, স্কাইট্রেনের পরিষেবা এর আগে প্রথম শুরু হয় জার্মানিতে, তারপর জাপানে। ১৯০১ সালে জার্মানিতে প্রথম স্কাইট্রেনের পরিষেবা চালু হয়। চীন এক্ষেত্রে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দ্রুতগতির স্কাইট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

এবার চীনের আকাশপথে চলবে ট্রেন

আপডেট সময় ০৫:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার চীনের আকাশপথে চলবে ট্রেন। শুরু হয়েছে চীনের শানদং প্রদেশের কুইংদাও শর এলাকায় পরীক্ষামূলকভাবে ঝুলন্ত ট্রেনের কার্যক্রম। চীনের দাবি, যদি পরীক্ষামূলক কার্যক্রম সফলতা অর্জন করে তাহলে এই ট্রেনই হবে চীনের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। গতিবেগ হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার। সর্বোচ্চ ৫১০ জন যাত্রী নিয়ে সফর করতে পারবে ট্রেনটি।

তাদের আরও দাবি, এই স্কাইট্রেন চীনের বহুল প্রচলিত সাবওয়ে ট্রেনের তুলনায় তিনগুণ ভালো কাজ করতে পারবে। মূলত পার্বত্য অঞ্চল এবং বড় বড় শহরের যানজট জর্জরিত এলাকায় এই ট্রেন পরিষেবা বেশ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া কম খরচ এবং প্রচলিত যানবাহনের তুলনায় সহজভাবে পরিচর্যা করা যাবে এই স্কাইট্রেনের। এই ট্রেনটি বানিয়েছে কুইংদাও সিআরআরসি শিফাং কোং লিমিটেড। এই প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর লিয়ু হুয়েন জানিয়েছেন, স্বল্প খরচে সবচেয়ে ক্ষমতাশীল যান তৈরির দিকেই আমাদের নজর ছিল। এই স্কাইট্রেন শব্দ নিয়ন্ত্রিত, আধুনিক অপারেটিং সিস্টেমই এটি চলবে।

উল্লেখ্য, স্কাইট্রেনের পরিষেবা এর আগে প্রথম শুরু হয় জার্মানিতে, তারপর জাপানে। ১৯০১ সালে জার্মানিতে প্রথম স্কাইট্রেনের পরিষেবা চালু হয়। চীন এক্ষেত্রে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে দ্রুতগতির স্কাইট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে।