আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে দলভুক্ত করে বিপিএলের সব আলো কেড়ে নিয়েছিল রংপুর রাইডার্স। গেইল প্রত্যাশা পূরণে সক্ষম হলেও এখনও জ্বলে উঠতে পারেননি ম্যাককালাম।
শুক্রবার খুলনা টাইটান্সের বিপক্ষে গেইলের সেঞ্চুরিতে আট উইটেকের দুর্দান্ত জয় পায় রংপুর। এরপর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ম্যাককালামের কাছ থেকেও আমরা বড় রান চাই। এ ব্ল্যাক ক্যাপ্স খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করছে। সত্যি বলতে কী, ভালো করার প্রচণ্ড ইচ্ছে আছে তার মধ্যে। সে চেষ্টা করছে। আমাদের অনুশীলন দেখে থাকলে দেখবেন একমাত্র ও-ই সব সময় চেষ্টা করছে। সে জানে এই উইকেট তার জন্য কঠিন।
মাশরাফি বলেন, উইকেট ভালো ছিল না। কিন্তু টি-টোয়েন্টিতে তো উইকেট গিয়ে সময় নেওয়ার সুযোগ নেই।
আপনার ফর্ম ভালো যাচ্ছে না, যে আপনি উইকেট গিয়ে থিতু হবেন। ও এভাবে খেলে যদি রান করে, ওর জন্য ভালো হবে আমাদের জন্যও ভালো হবে। আমি এখনও আশাবাদী ম্যাকাকালামও এগিয়ে আসবে।
এর আগের চার আসরের তিনটিতেই শিরোপা জিতেছিলেন মাশরাফি। তবে কি চতুর্থ শিরোপাটা সামনে? মাশরাফির উত্তর, নাহ , এখনই এত দূর ভাবছি না। কারণ, একটা দল চালাতে গেলে ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদিও এই পর্যন্ত এসেছি ভারসাম্য নিয়ে কিন্তু সংগ্রাম করেছি। একটা ভালো দল শুধু নাম দিয়েই হয় না। আমরা যেভাবে খেলেছি কিছু কিছু দিনে প্রয়োজনীয় সময়ে কেউ একজন এগিয়ে এসেছে বলে আমরা এত দূর আসতে পেরেছি।
আকাশ নিউজ ডেস্ক 

























