ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১০ জনের সোসিয়েদাদের কাছে থামল বার্সার জয়রথ

আকাশ স্পোর্টস ডেস্ক :  

অবশেষে থামল বার্সেলোনার অপ্রতিরোধ্য যাত্রা। টানা ১১ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রোববার রাতে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেছে কাতালান জায়ান্টরা। এই হারে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান এখন নেমে এল মাত্র ১ পয়েন্টে।

নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে এদিন শুরু থেকেই লড়াই করে সোসিয়েদাদ। ম্যাচের প্রথম ৩০ সেকেন্ডেই মিকেল ওয়ারজাবলের গোল অফসাইডে বাতিল হয়। অন্যদিকে ফেরমিন লোপেজের দূরপাল্লার গোলও দানি ওলমোর ফাউলের কারণে বাতিল হলে হতাশ হতে হয় বার্সাকে। লামিন ইয়ামাল ডান প্রান্ত দিয়ে বারবার ভীতি ছড়ালেও জালের দেখা পাননি। তবে গনসালো গুয়েদেসের ক্রসে দারুণ ভলিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়ারজাবল।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো দেয়াল হয়ে দাঁড়ালেও ৭০ মিনিটে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। ইয়ামালের ক্রসে হেড করে গোলটি করেন তিনি। তবে বার্সার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাশফোর্ডের গোলের এক মিনিটের মধ্যেই গনসালো গুয়েদেস গোল করে ফের স্বাগতিকদের এগিয়ে দেন।

ম্যাচের শেষদিকে কার্লোস সোলার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায় বার্সা। যোগ করা সময়ে রাশফোর্ডের কর্নার কিক পোস্টে লেগে ফিরলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্লিকের দলকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ভাগ্যকে দুষলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘আমি দলকে বলেছি আমরা ভালো খেলেছি, কিন্তু আজ ভাগ্য আমাদের সহায় ছিল না। কিছু দিন এমন যায় যখন হারের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আজ তেমনই একটি দিন ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ জনের সোসিয়েদাদের কাছে থামল বার্সার জয়রথ

আপডেট সময় ১২:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :  

অবশেষে থামল বার্সেলোনার অপ্রতিরোধ্য যাত্রা। টানা ১১ ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রোববার রাতে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেছে কাতালান জায়ান্টরা। এই হারে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান এখন নেমে এল মাত্র ১ পয়েন্টে।

নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে এদিন শুরু থেকেই লড়াই করে সোসিয়েদাদ। ম্যাচের প্রথম ৩০ সেকেন্ডেই মিকেল ওয়ারজাবলের গোল অফসাইডে বাতিল হয়। অন্যদিকে ফেরমিন লোপেজের দূরপাল্লার গোলও দানি ওলমোর ফাউলের কারণে বাতিল হলে হতাশ হতে হয় বার্সাকে। লামিন ইয়ামাল ডান প্রান্ত দিয়ে বারবার ভীতি ছড়ালেও জালের দেখা পাননি। তবে গনসালো গুয়েদেসের ক্রসে দারুণ ভলিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়ারজাবল।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো দেয়াল হয়ে দাঁড়ালেও ৭০ মিনিটে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। ইয়ামালের ক্রসে হেড করে গোলটি করেন তিনি। তবে বার্সার সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাশফোর্ডের গোলের এক মিনিটের মধ্যেই গনসালো গুয়েদেস গোল করে ফের স্বাগতিকদের এগিয়ে দেন।

ম্যাচের শেষদিকে কার্লোস সোলার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। এই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায় বার্সা। যোগ করা সময়ে রাশফোর্ডের কর্নার কিক পোস্টে লেগে ফিরলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্লিকের দলকে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ভাগ্যকে দুষলেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ‘আমি দলকে বলেছি আমরা ভালো খেলেছি, কিন্তু আজ ভাগ্য আমাদের সহায় ছিল না। কিছু দিন এমন যায় যখন হারের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আজ তেমনই একটি দিন ছিল।’