ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ততম এলাকা শাহর-ই-নাও জেলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে একটি রেস্তোরাঁ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইতালীয় দাতব্য সংস্থা ইমারজেন্সি পরিচালিত একটি স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে ২০ জন হতাহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টোলো নিউজ ও সিসিটিভির ফুটেজে সাধারণ মানুষকে দিগিবিদিক ছুটতে দেখা গেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান প্রথমে এটিকে একটি হোটেলে হামলা হিসেবে উল্লেখ করলেও পরবর্তী তথ্যে জানা যায় লক্ষ্যবস্তুটি ছিল একটি রেস্তোরাঁ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুইজন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে তিনি সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে ইমারজেন্সি এনজিওর কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৭

আপডেট সময় ১০:১০:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ততম এলাকা শাহর-ই-নাও জেলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে একটি রেস্তোরাঁ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইতালীয় দাতব্য সংস্থা ইমারজেন্সি পরিচালিত একটি স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে ২০ জন হতাহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। যার মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টোলো নিউজ ও সিসিটিভির ফুটেজে সাধারণ মানুষকে দিগিবিদিক ছুটতে দেখা গেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান প্রথমে এটিকে একটি হোটেলে হামলা হিসেবে উল্লেখ করলেও পরবর্তী তথ্যে জানা যায় লক্ষ্যবস্তুটি ছিল একটি রেস্তোরাঁ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুইজন চীনা নাগরিক গুরুতর আহত হয়েছেন এবং একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে তিনি সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। অন্যদিকে ইমারজেন্সি এনজিওর কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।