ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

বিশ্বকাপের আগে সুখবর পেলেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত বছর জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই তারকা পেসার উইজডেনের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকেটবিষয়ক বিশ্বখ্যাত ওয়েবসাইট উইজডেন তাদের সম্পাদকীয় দলের মূল্যায়নের ভিত্তিতে এই একাদশ ঘোষণা করেছে।

উইজডেন জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পাশাপাশি বছরজুড়ে চলেছে বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এসব প্রতিযোগিতায় সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেই বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩ ছিল সবার সেরা। কোনো পেসারই তাঁর মতো কম খরচে রান দেননি। স্ট্রাইক রেটের বিচারে শুধু ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছরজুড়ে ব্যাটসম্যানদের চাপে রেখে নিয়মিত উইকেট নেওয়াই ছিল মোস্তাফিজের বড় শক্তি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৫ সালে ৪৩ ইনিংসে ৫৯টি উইকেট শিকার করেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। তার সেরা বোলিং ছিল ৩ উইকেট ১১ রানে। গত বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার।

মোস্তাফিজের তুলনায় হোল্ডার বল করেছেন ২৫০.২ ওভার, নিয়েছেন সর্বোচ্চ ৯৭ উইকেট; তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ছিল ২১.৪২।

উইজডেনের এই বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রাখা হয়েছে দুইজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার ও পেস বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন জায়গা পেয়েছেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি দল

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের আগে সুখবর পেলেন মোস্তাফিজ

আপডেট সময় ০৫:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত বছর জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই তারকা পেসার উইজডেনের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকেটবিষয়ক বিশ্বখ্যাত ওয়েবসাইট উইজডেন তাদের সম্পাদকীয় দলের মূল্যায়নের ভিত্তিতে এই একাদশ ঘোষণা করেছে।

উইজডেন জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পাশাপাশি বছরজুড়ে চলেছে বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এসব প্রতিযোগিতায় সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেই বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩ ছিল সবার সেরা। কোনো পেসারই তাঁর মতো কম খরচে রান দেননি। স্ট্রাইক রেটের বিচারে শুধু ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছরজুড়ে ব্যাটসম্যানদের চাপে রেখে নিয়মিত উইকেট নেওয়াই ছিল মোস্তাফিজের বড় শক্তি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০২৫ সালে ৪৩ ইনিংসে ৫৯টি উইকেট শিকার করেন মোস্তাফিজ। ওভারপ্রতি রান দেন মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। তার সেরা বোলিং ছিল ৩ উইকেট ১১ রানে। গত বছরে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার।

মোস্তাফিজের তুলনায় হোল্ডার বল করেছেন ২৫০.২ ওভার, নিয়েছেন সর্বোচ্চ ৯৭ উইকেট; তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ছিল ২১.৪২।

উইজডেনের এই বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রাখা হয়েছে দুইজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার ও পেস বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন জায়গা পেয়েছেন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি দল

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।