আকাশ নিউজ ডেস্ক:
শীতে বিয়ের অনুষ্ঠানে নারীরা কী ধরনের পোশাক পরবে তা একটি চিন্তার বিষয়। ব্যাকলেস গাউন নাকি শাড়ি – কেনাটি পরবেন? সোয়েটার বা চাদর – এই সময়ে বেছে নেয়ার ক্ষেত্রে তৈরি করে উভয় সঙ্কট। কিন্তু শাড়ি এমন একটি পোশাক যা শীতের সময়েও এর নিজস্ব একটা স্টাইলে পরা যায়। লম্বা জ্যাকেট থেকে শুরু করে উলের তৈরি ব্লাউজ – এমন নানাভাবেই শীতের দিনে শাড়ি পরেও উষ্ণ থাকা যায়।
ভাবছেন কিভাবে ঠিকঠাক শাড়িতে শীতে স্টাইল করবেন? কাজলের কাছ থেকে শিখতে পারেন। সম্প্রতি কাজল একটি অনুষ্ঠানে এমনই স্টাইলে সবাইকে তাক লাগিয়েছেন।
কমলা রঙের সিল্কের শাড়ির সঙ্গে ফয়েল কাটওয়ার্কের জ্যাকেট পরেছিলেন তিনি। জ্যাকেটের সঙ্গে সোনালী রঙের বেল্টও ব্যবহার করেছিলেন কাজল। যা আলাদা মাত্রা যোগ করেছিল তার স্টাইলে।

অনুষ্ঠানে কাজল প্রচলিত পদ্ধতিতেই শাড়ি পরেছিলেন। তবে একটু ভিন্নতা আনতে আঁচলের অংশটা তিনি জ্যাকেটের উপরে উঠিয়ে দিয়েছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























