ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোনা চোরাচালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিলদার

অাকাশ জাতীয় ডেস্ক:

শুল্ক গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, সোনা চোরাচালান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। এই তথ্য তাদের বিরুদ্ধে দায়েরককৃত মামলা ও আগামীতে সোনা চোরাচালান রোধে সহায়ক হবে। এর আগে গত রোববার সোনা চোরাচালান সংক্রান্ত মানিলন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে ১ দিনের রিমান্ডে নেয় শুল্ক গোয়েন্দা। রিমান্ডে নেয়ার পর গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি এ সব তথ্য জানান।

এ সময় আপন জুয়েলাসের্র তিন মালিকের কাছ থেকে তাদের সকল সম্পদের তথ্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা সূত্র। এছাড়া কিভাবে তারা এত সম্পদের মালিক হয়েছেন এবং তারা কিভাবে সোনা আমদানি বা গ্রাহকদের কাছ থেকে কিনতেন সে বিষয়েও তথ্য দিয়েছেন তারা। তবে দিলদার আহমেদ সোনা চোরাচালান সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন, যা আগামীতে সোনা চোরাচালানকারীদের ধরতে পুলিশকে ব্যাপক সহায়তা দিবে।

রোববার জেলহাজত থেকে তাদের শুল্ক গোয়েন্দার সদর দফতরে আনা হয়। সারাদিন তাদের জিজ্ঞাসাবাদ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহমেদ, মো. জাকির হোসেন ও শিপু সরকার। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা সোনা চোরাচালান ও মানিলন্ডারিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানা গেছে। এগুলো তদন্ত ও বিচারিক কাজে সহায়ক হবে। এর আগে গত ২ নভেম্বর শুল্ক গোয়েন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। একদিনের রিমান্ড শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় আসামিদের সিএমএম কোর্টে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনা চোরাচালান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিলদার

আপডেট সময় ০৩:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

শুল্ক গোয়েন্দা বিভাগ দাবি করেছেন, সোনা চোরাচালান সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ। এই তথ্য তাদের বিরুদ্ধে দায়েরককৃত মামলা ও আগামীতে সোনা চোরাচালান রোধে সহায়ক হবে। এর আগে গত রোববার সোনা চোরাচালান সংক্রান্ত মানিলন্ডারিং মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে ১ দিনের রিমান্ডে নেয় শুল্ক গোয়েন্দা। রিমান্ডে নেয়ার পর গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি এ সব তথ্য জানান।

এ সময় আপন জুয়েলাসের্র তিন মালিকের কাছ থেকে তাদের সকল সম্পদের তথ্য নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা সূত্র। এছাড়া কিভাবে তারা এত সম্পদের মালিক হয়েছেন এবং তারা কিভাবে সোনা আমদানি বা গ্রাহকদের কাছ থেকে কিনতেন সে বিষয়েও তথ্য দিয়েছেন তারা। তবে দিলদার আহমেদ সোনা চোরাচালান সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন, যা আগামীতে সোনা চোরাচালানকারীদের ধরতে পুলিশকে ব্যাপক সহায়তা দিবে।

রোববার জেলহাজত থেকে তাদের শুল্ক গোয়েন্দার সদর দফতরে আনা হয়। সারাদিন তাদের জিজ্ঞাসাবাদ করেন সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহমেদ, মো. জাকির হোসেন ও শিপু সরকার। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা সোনা চোরাচালান ও মানিলন্ডারিং বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে জানা গেছে। এগুলো তদন্ত ও বিচারিক কাজে সহায়ক হবে। এর আগে গত ২ নভেম্বর শুল্ক গোয়েন্দার আবেদনের পরিপ্রেক্ষিতে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিএমএম আদালত। একদিনের রিমান্ড শেষে সোমবার সকাল সাড়ে ১০টায় আসামিদের সিএমএম কোর্টে সোপর্দ করা হয়েছে।