ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

রংপুরে ,কানের ভেতরে হেডফোনে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তর, ধরা পড়ল একটি চক্র

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইন্স মোড় এলাকার একটি বেকারি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

তিনি জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি চক্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ লাইন্স মোড় এলাকার একটি বেকারিতে ওই চক্রের সঙ্গে এক পরীক্ষার্থীর যোগাযোগের কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং কানের ভেতরে ব্যবহারযোগ্য ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠানো হতো। প্রশ্নপত্র পাওয়ার পর চক্রের অন্য সদস্যরা দ্রুত প্রশ্নের সমাধান করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে উত্তর পৌঁছে দিত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

রংপুরে ,কানের ভেতরে হেডফোনে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তর, ধরা পড়ল একটি চক্র

আপডেট সময় ০৬:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইন্স মোড় এলাকার একটি বেকারি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

তিনি জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি চক্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ লাইন্স মোড় এলাকার একটি বেকারিতে ওই চক্রের সঙ্গে এক পরীক্ষার্থীর যোগাযোগের কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং কানের ভেতরে ব্যবহারযোগ্য ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠানো হতো। প্রশ্নপত্র পাওয়ার পর চক্রের অন্য সদস্যরা দ্রুত প্রশ্নের সমাধান করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে উত্তর পৌঁছে দিত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।