অাকাশ নিউজ ডেস্ক:
ভারতীয় টিভি শো বিগ বসে কী না হয়? চার অক্ষরের গালাগাল এই শোতে কার্যত ‘সাধারণ’ বিষয়৷ প্রতিযোগীদের ক্যামেরার সামনে গভীর চুম্বনও করতে দেখেছেন অনেকেই৷ কিন্তু একবার ভাবুন তো টিভি শো-তে ক্যামেরার সামনে সেক্স!
বিগ বসেরই পূর্বসূরী ‘বিগ ব্রাদার’ শো-এর একটি সেক্স ভিডিও লিক হয়ে গিয়েছে৷ বিগ ব্রাদারের ভারতীয় ভার্সান বিগ বস৷ আর সেই বিগ ব্রাদারে কী না হয়? একেবারে সেক্স পর্যন্ত হয়ে যায়৷ অথচ প্রতিযোগীরা প্রত্যেকেই জানেন যে সর্বক্ষণ তাঁরা ক্যামেরার নজরদারি রয়েছেন৷
বিগ ব্রাদারের লিক হয়ে যাওয়া এই সেক্স ভিডিওতে দেখা যাচ্ছে সেলিব্রেটি স্টিভেন গুডি এবং কিম্বার্লিকে৷ ইতিমধ্যেই লিক হয়ে যাওয়া এই ভিডিওর জেরে ফের বিগ ব্রাদার শো নিয়ে বির্তকের ঝড় উঠেছে৷
আকাশ নিউজ ডেস্ক 

























