অাকাশ নিউজ ডেস্ক:
ধনশালী হতে কে না চায়? কিন্তু জানেন কী অর্থভাগ্যের ক্ষেত্রে রঙয়ের গুরুত্ব কতটা? ফেং শুই বলছে, এই রঙই আপনার, বিশেষ করে মেয়েদের মানিব্যাগে টাকার হিসেব বদলে দিতে পারে৷
যেমন,
অনেকেই বলেন কালো রঙ নাকি অশুভ৷ কিন্তু জানেন কি এই কালো রঙই বদলে দিতে পারে মেয়েদের অর্থভাগ্য৷ ফেং শুই মতে, কালো রঙ অত্যন্ত শক্তিশালী। অর্থ সঞ্চয়কে এই রঙ নিশ্চিত করে। কেউ যদি অর্থসংকটে পড়েন তাহলে কালো ওয়ালেট ব্যবহার করছে বলছে ফেং শুই। ম্যাজিকের মতো ফল মিলবে৷
গোলাপি ও হলুদ রংয়ের ব্যাগও মহিলাদের ক্ষেত্রে সৌভাগ্য এনে দেয়। উজ্বল দুটি রঙই ধনপ্রাপ্তি ঘটায়৷
তবে, দূরে থাকবেন লাল ও নীল রঙয়ের মানিব্যাগ থেকে৷ ফেং শুই মতে, লাল রং ‘আগুন’-এর প্রতীক হওয়ায় সৌভাগ্যকে ধ্বংস করে। আর নীল রং ‘জল’-এর প্রতীক হওয়ায় সৌভাগ্যকে ডোবায়৷তাই দুটি রঙ থেকেই দূরে থাকার সাবধানবানী শোনাচ্ছে ফেং শুই৷
আকাশ নিউজ ডেস্ক 

























