অাকাশ নিউজ ডেস্ক:
ঘর সাজানো অনেকেরই শখ থাকে৷ বিভিন্ন আসবাব, সৌখিন সরঞ্জম দিয়ে ঘর সাজিয়ে সকলের বাহবা পেতে কার না ভালো লাগে৷ তবে একটা কথা সত্যি ঘর ভালো সাজালে সকলের বাহবা আপনি যেমন পাবেন, তেমনই খারাপ হলে পরিচিত মহলে উঠবে সমালোচনার ঝড়৷
তবে এই বাড়ির ঘর সাজানো দেখলে আপনার চোখ কপালে উঠবে৷ বাড়ি সাজাতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের উৎপটাং বস্তু, শো-পিস৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাড়ির সেই ছবি৷ দেখা যাচ্ছে যে সমস্ত সরঞ্জম সাধারণত আমরা বাড়ি থেকে পেলে দিতে চাই সেই সমস্ত সরঞ্জমকে বিশ্রীভাবে ব্যবহার করে সাজিয়ে তোলা হয়েছে বাড়িকে৷
এমনকি বাদ পড়েনি পুরুষাঙ্গের শো-পিস৷ বাড়ির বসার ঘর থেকে শুরু করে বাথরুম বাদ পড়েনি কিছুই
আকাশ নিউজ ডেস্ক 

























