ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হংকংয়ের মুখোমুখি পাকিস্তান, ইনজামামের সতর্কবার্তা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। তবে পা হড়কালেই বড় বিপদ, এশিয়া কাপে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবর আজমের দল। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে তাই উত্তরসূরিদের সতর্ক করে দিলেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক উপদেশ দিলেন, সব দলকেই সমান চোখে দেখার।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৫ উইকেটে হারে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিতে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

এবারের এশিয়া কাপের বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে হংকং জায়গা করে নিয়েছে মূল পর্বে। ভারতের বিপক্ষে বুধবার নিজেদের প্রথম ম্যাচে যদিও তেমন লড়াইও করতে পারেনি তারা, হেরে যায় ৪০ রানেৱ। পরের ধাপে যেতে জয় চাই তাদেরও।

টি-টোয়েন্টিতে হংকং-পাকিস্তান কখনও মুখোমুখি হয়নি। ওয়ানডেতে তিনবারের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে পাকিস্তান। পরিসংখ্যান পক্ষে থাকলেও ইনজামাম সাবধান করে দিয়েছেন বাবরদের।

ইনজামাম বলেন, কোনো দলকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। দল কতটা চাপের মধ্যে থাকে, তা আমরা কল্পনাও করতে পারি না। দলের প্রত্যেক সদস্য দেশের জন্য সর্বোচ্চটা দিচ্ছে এবং তারা আরও বেশি করে সেটা করবে।

প্রসঙ্গত, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হংকংয়ের মুখোমুখি পাকিস্তান, ইনজামামের সতর্কবার্তা

আপডেট সময় ০৫:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটীয় শক্তি-সামর্থ্যে হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। তবে পা হড়কালেই বড় বিপদ, এশিয়া কাপে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবর আজমের দল। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে তাই উত্তরসূরিদের সতর্ক করে দিলেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক উপদেশ দিলেন, সব দলকেই সমান চোখে দেখার।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৫ উইকেটে হারে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডে জায়গা করে নিতে হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

এবারের এশিয়া কাপের বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে হংকং জায়গা করে নিয়েছে মূল পর্বে। ভারতের বিপক্ষে বুধবার নিজেদের প্রথম ম্যাচে যদিও তেমন লড়াইও করতে পারেনি তারা, হেরে যায় ৪০ রানেৱ। পরের ধাপে যেতে জয় চাই তাদেরও।

টি-টোয়েন্টিতে হংকং-পাকিস্তান কখনও মুখোমুখি হয়নি। ওয়ানডেতে তিনবারের দেখায় সবগুলো ম্যাচই জিতেছে পাকিস্তান। পরিসংখ্যান পক্ষে থাকলেও ইনজামাম সাবধান করে দিয়েছেন বাবরদের।

ইনজামাম বলেন, কোনো দলকেই হালকাভাবে নেওয়া উচিত নয়। দল কতটা চাপের মধ্যে থাকে, তা আমরা কল্পনাও করতে পারি না। দলের প্রত্যেক সদস্য দেশের জন্য সর্বোচ্চটা দিচ্ছে এবং তারা আরও বেশি করে সেটা করবে।

প্রসঙ্গত, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং।