আকাশ স্পোর্টস ডেস্ক:
স্ত্রীকে হত্যার অভিযোগে বিচার চলছিল ভারতীয বংশাদ্ভুত বক্সার রমিজ প্যাটেলের। এবার মাকে হত্যার দায়ে পুনরায় গ্রেফতার হলেন তিনি। এই অভিযোগে দক্ষিণ আফ্রিকার লিমপোপো অঞ্চলের পুলিশ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে।
তিন সন্তানসহ দক্ষিণ আফ্রিকার পোলোকাওয়ানে শহরে ভারতীয় অভিবাসীদের অঞ্চল নির্ভানায় থাকতেন রমিজ। সেখানে ৩০ বছর বয়সী রমিজের সঙ্গে তিন সন্তান ও মা থাকতেন। সপ্তাহ দুয়েক আগে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তার তাঁর মা মেহজাবিন বানু প্যাটেল। তবে সেখানেই তিনি মারা যান। এরপর ঘটনার তদন্তে নামে পোলোকাওয়ানের ওয়েস্টানবুর্গ অঞ্চলের পুলিশ।
স্থানীয় পুলিশের মুখপাত্র লে. কর্নেল মোয়াথে এনগোয়েপে হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, ‘শহর থেকে কিছুটা দূরের অঞ্চল নির্ভানায় গৃহকর্মীর সঙ্গে নিজ বাসায় ছিলেন রমিজের মা। আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সন্দেহভাজন সেই ব্যক্তি রমিজের মাকে গুলি করে। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর রমিজের মা মারা যান।’
রমিজ তখন বলেছিলেন, সন্ত্রাসীরা চুরি বা ডাকাতি করতে গিয়ে তার বাড়িতে ঢুকে মাকে হত্যা করেছে। তবে পুলিশ তদন্তে আসছে ভিন্ন কথা। কারণ ওইদিন চুরিতে তার বাড়ির কিছু খোয়া যায়নি। তাই মাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে ২০১৫ সালে স্ত্রী ফাতিমার মৃত্যু হয়। তখনও একই ধরনের বক্তব্য এসেছিল এই বক্সারের পক্ষ থেকে।
আকাশ নিউজ ডেস্ক 

























