আকাশ স্পোর্টস ডেস্ক:
অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনেই অনুমেয় ছিল জয় পাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পরাজয় এড়াতে হলে রোববার শেষ দিনে তিন সেশন ব্যাট করতে হতো ইংলিশদের।
সারা দিন ব্যাট করার প্রতিজ্ঞায় নেমেছিলেন জস বাটলার। এই তারকা অলরাউন্ডার উইকেটের এক প্রান্ত আগলে রাখেন। ২০৭ বল মোকাবেলা করে মাত্র ২৬ রান করেন বাটলার। তার চেষ্টাই ছিল উইকেটে সময় অপচয় করা।
বাটলারকে দারুণ সঙ্গ দেন ক্রিস ওকস। সপ্তম উইকেটে ১৯০ বলের পার্টনারশিপে ৬১ রান যোগ করেন তারা। কিন্তু তাদের এই লড়াইয়ের পরও হার এড়ানো সম্ভব হয়নি। ২৭৫ রানের দারুণ এক জয়ে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ২-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৬ উইকেট। ৪৬৮ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে পুরো দিন ব্যাট করতে হতো। ড্রয়ের চিন্তাই ছিল ইংলিশদের।
কিন্তু জাই রিচার্ডসন ও মিচেল স্টার্কের গতি আর নাথান লায়নের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯২ রানে অলআউট হয় ইংল্যান্ড। রিচার্ডসন শিকার করেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৭৩/৯ এবং ২য় ইনিংস: ২৩০/৯।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৩৬ এবং ২য় ইনিংস: ১৯২
ফল: অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী
সিরিজ: ৫ টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: মার্নাস লাবুশেন
আকাশ নিউজ ডেস্ক 

























