আকাশ স্পোর্টস ডেস্ক:
পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক টাইগার যুবাদের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। সিলেটে শুরু হওয়া আফগান যুবাদের সফর শেষ হবে ২০ সেপ্টেম্বর।
সফরে যুবারা প্রথমে পাঁচটি একদিনের ম্যাচে অংশ নিবে। টাইগার যুবাদের সিরিজটি শেষ হবে চার দিনের ম্যাচটি দিয়ে। সবগুলো ম্যাচ আয়োজিত হবে সিলেটে।
এদিকে করোনার কারণে বন্ধ ছিল বর্তমান চ্যাম্পিয়ন যুব বাংলাদেশের প্রস্তুতি। আগামী বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন টাইগার যুবাদের প্রস্তুতি।
উল্লেখ্য, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পরবর্তী আসর। এর আগে, ১৩তম আসরে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করেন আকবর-শরিফুলরা।
আকাশ নিউজ ডেস্ক 

























