আকাশ স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশ পেসার ডেভিড উইলি এবং ক্রিস ওকসদের দাপুটে বোলিংয়ে দাঁড়াতেই পারেনি সফররত শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৫ রানে থেমেছে কুশল পেরেরাদের ইনিংস। ফলে জিততে হলে ইংলিশদের করতে হবে ১৮৬ রান।
ইংল্যান্ড সফরে এসে নাকানি-চুবানিই খাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সফরকারীরা। সবকটি হেরে হয়েছে হোয়াইটওয়াশ। এবার ওয়ানডেতেও পাত্তা পাচ্ছে না শ্রীলঙ্কা।
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ব্যক্তিগত ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিশানকা। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে শূন্যরানেই ফেরেন অভিষিক্ত ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। এরপর ব্যাট করতে নেমে দাসুন শানাকা প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১ রান।
ফলে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপের মধ্যেই পড়ে শ্রীলঙ্কা। তবে চাপ কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছেন দলীয় অধিনায়ক কুশল পেরেরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চতুর্থ উইকেটে জুটিতে দুজন মিলে গড়েন ৯৯ রান। এ সময় মনে হচ্ছিল বড় স্কোরই সংগ্রহ করবে সফরকারীরা।
দুজনই ক্যারিয়ারের ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন। ৬৫ বলে ৫৪ রান তুলে সাজঘরে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর পেরেরার যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ৮১ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন তিনিও।
আর অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করে অপরাজিত থাকেন চামিকা করুনারত্নে। বাকিরা সবাই দুই অংক স্পর্শ করাই আগে আউট হয়েছে।
এদিকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ক্রিস ওকস। আর ডেভিড উইলি পেয়েছেন তিনটি উইকেট। এছাড়া একটি উইকেট নেন মঈন আলি। আর বাকি দুই উইকেট হয়েছে রান আউট।
আকাশ নিউজ ডেস্ক 

























