আকাশ স্পোর্টস ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটি জানান পাপন।
তিনি বলেন, আমরা চাইলেই বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক হতে পারব না। কারণ বিশ্বকাপের আয়োজক হতে হলে মিনিমাম ১০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকতে হবে। সেটি আমাদের নেই।
তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে হলে ৮টি আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম থাকতে হবে তাও আমাদের নেই। তাই বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক হওয়ার আমাদের সম্ভব নয়। আমরা এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশ পাকিস্তান, শ্রীলংকা ও ভারতের সঙ্গে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক হতে আবেদন করব।
পাপন বলেন, তবে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজকের জন্য আবদন করব।
আকাশ নিউজ ডেস্ক 

























