ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টানা দুই জয়ে শীর্ষে তামিমরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দুই ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯১ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় তামিম-এনামুলরা।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১৯ রানে অলআউট করে ৩ উইকেটে জয় পায় প্রাইম ব্যাংক।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাইম হাসান ও মনির হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হরিয়ে ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন শাইনপুকুর।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হৃদয়। এছাড়া ২০ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রাইম ব্যাংক দলের হয়ে তিন আর দুটি করে উইকেট নেন নাইম হাসান ও মনির হোসেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৬১ রান করা প্রাইম ব্যাংক এরপর ৫৯ রান সংগ্রহ করতে হারায় ৬ উইকেট। তবে ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান।

বল হাতে দাপট দেখানো নাইম হাসানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়ে ৩ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রকিবুল। ৩৪ বল খেলে ১৮ রান করেন তিনি। ১৬ বলে ১৮ রান করেন নাইম। ২৭ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক তামিম। ১৫ বলে ২৬ রান করেন রনি তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই জয়ে শীর্ষে তামিমরা

আপডেট সময় ১১:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের দুই ম্যাচে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৯১ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় তামিম-এনামুলরা।

বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১৯ রানে অলআউট করে ৩ উইকেটে জয় পায় প্রাইম ব্যাংক।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাইম হাসান ও মনির হোসেনের স্পিনে বিভ্রান্ত হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হরিয়ে ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন শাইনপুকুর।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন হৃদয়। এছাড়া ২০ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রাইম ব্যাংক দলের হয়ে তিন আর দুটি করে উইকেট নেন নাইম হাসান ও মনির হোসেন।

সহজ টার্গেট তাড়া করতে নেমে এক উইকেটে ৬১ রান করা প্রাইম ব্যাংক এরপর ৫৯ রান সংগ্রহ করতে হারায় ৬ উইকেট। তবে ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান।

বল হাতে দাপট দেখানো নাইম হাসানকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়ে ৩ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রকিবুল। ৩৪ বল খেলে ১৮ রান করেন তিনি। ১৬ বলে ১৮ রান করেন নাইম। ২৭ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক তামিম। ১৫ বলে ২৬ রান করেন রনি তালুকদার।