ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব : মির্জা আব্বাস ইমান এনে কোনো লাভ নেই, এরা মুনাফিকি করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট চাচ্ছে: মির্জা ফখরুল বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি

কাতালোনিয়ার রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশিদের সংহতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় অভিবাসন আইন শিথীলের দাবিতে করা অভিবাসিদের আন্দোলনে কাতালোনিয়ার স্থানীয় রাজনৈতিক দলের সদস্য হিসেবে বাংলাদেশিরা সংহতি জানিয়েছে।

গত কয়েক মাস ধরে বার্সেলোনার এসকুয়েলা মাসসানা নামে পরিত্যাক্ত একটি স্কুলে লাগাতর অবস্থান করে বিভিন্ন দেশের অভিবাসী এবং উদ্বাস্তুরা স্পেনের অভিবাসন আইন শিথীলের দাবিতে আন্দোলন করে আসছে।

গত ২৪ এপ্রিল সকাল ১১টায় কাতালোনিয়ার মূল ধারার রাজনৈতিক দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া -এর নেতৃবৃন্দের সাথে দলটির সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশী বেশ কয়েকজন আন্দোলন স্থল পরিদর্শনে যান এবং উক্ত আন্দোলনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পরিদর্শনকালে দলের স্থানীয় স্প্যানিশ সদস্য মিস্টার এনরিকে মোসকেরা অভিবাসীদের আন্দোলনে ‘যৌক্তিকতা’ উপলব্ধি করে নিজে সরাসরি কর্মসূচিতে যোগ দেন এবং সবাইকে অভিবাসীদের এ মানবিক আন্দোলনে সহায়তা করার আহ্বান করেন।

আন্দোলনে সংহতি প্রকাশ করতে সমাবেশস্থলে যান এসকেররা রেপুবলিকানা দে কাতালুনিয়া পার্টির সংসদ সদস্য রবার্ট মাসি নাহার, দলের নেতা ও বার্সেলোনা মিউনিসিপাল সিটির সিউদাদ ভেইয়া জোনের সভাপতি মার্ক বোররাস বাতায়সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রবাসী বাংলাদেশি সদস্য ও সমন্বয়ক সালেহ আহমেদ সোহাগ, সদস্য মোহাম্মাদ ইসরাজুল ইসলাম এবং সদস্য আবুল কালামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনে পরিবর্তিত অভিবাসন আইনে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড প্রাপ্তিতে জটিলতা এবং স্প্যানিশ পাসপোর্টের আবেদনে ফি ও পরীক্ষা পদ্ধতি অন্তভুক্ত করা হয়। ফলে, বিগত ৩ বছর ধরেই এইসব অভিবাসী আইন সিথিলের দাবিতে বাংলাদেশিরাসহ বিভিন্ন দেশের অভিবাসীরা আন্দোলন করে আসছিল। বর্তমান অবস্থান ধর্মঘটও সেই আন্দোলনেরই অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতালোনিয়ার রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশিদের সংহতি

আপডেট সময় ০৭:৫১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় অভিবাসন আইন শিথীলের দাবিতে করা অভিবাসিদের আন্দোলনে কাতালোনিয়ার স্থানীয় রাজনৈতিক দলের সদস্য হিসেবে বাংলাদেশিরা সংহতি জানিয়েছে।

গত কয়েক মাস ধরে বার্সেলোনার এসকুয়েলা মাসসানা নামে পরিত্যাক্ত একটি স্কুলে লাগাতর অবস্থান করে বিভিন্ন দেশের অভিবাসী এবং উদ্বাস্তুরা স্পেনের অভিবাসন আইন শিথীলের দাবিতে আন্দোলন করে আসছে।

গত ২৪ এপ্রিল সকাল ১১টায় কাতালোনিয়ার মূল ধারার রাজনৈতিক দল এসকেররা রেপুবলিকানা দে কাতালোনিয়া -এর নেতৃবৃন্দের সাথে দলটির সদস্য হিসেবে প্রবাসী বাংলাদেশী বেশ কয়েকজন আন্দোলন স্থল পরিদর্শনে যান এবং উক্ত আন্দোলনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পরিদর্শনকালে দলের স্থানীয় স্প্যানিশ সদস্য মিস্টার এনরিকে মোসকেরা অভিবাসীদের আন্দোলনে ‘যৌক্তিকতা’ উপলব্ধি করে নিজে সরাসরি কর্মসূচিতে যোগ দেন এবং সবাইকে অভিবাসীদের এ মানবিক আন্দোলনে সহায়তা করার আহ্বান করেন।

আন্দোলনে সংহতি প্রকাশ করতে সমাবেশস্থলে যান এসকেররা রেপুবলিকানা দে কাতালুনিয়া পার্টির সংসদ সদস্য রবার্ট মাসি নাহার, দলের নেতা ও বার্সেলোনা মিউনিসিপাল সিটির সিউদাদ ভেইয়া জোনের সভাপতি মার্ক বোররাস বাতায়সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রবাসী বাংলাদেশি সদস্য ও সমন্বয়ক সালেহ আহমেদ সোহাগ, সদস্য মোহাম্মাদ ইসরাজুল ইসলাম এবং সদস্য আবুল কালামসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ২০১৬ সালে স্পেনে পরিবর্তিত অভিবাসন আইনে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড প্রাপ্তিতে জটিলতা এবং স্প্যানিশ পাসপোর্টের আবেদনে ফি ও পরীক্ষা পদ্ধতি অন্তভুক্ত করা হয়। ফলে, বিগত ৩ বছর ধরেই এইসব অভিবাসী আইন সিথিলের দাবিতে বাংলাদেশিরাসহ বিভিন্ন দেশের অভিবাসীরা আন্দোলন করে আসছিল। বর্তমান অবস্থান ধর্মঘটও সেই আন্দোলনেরই অংশ।