ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ পর্যবেক্ষণ মিশন আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা

নেতার মূল্যায়ন ভক্তরাই করুক

আকাশ বিনোদন ডেস্ক:

গত ১৬ ফেব্রুয়ারি দেশের সিনেমাপ্রেমীদের উদ্দেশে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। তবে এই সিনেমাটি মুক্তি আগেই ইন্টারনেট ব্যবহারকারী দর্শকরা কিঞ্চিৎ পরিমাণ হলেও জানতে পান। কারণ, শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’ সিনেমার একটি গান ইউটিউবে ভাইরাল হয়।

যারা শুধু হলে গিয়ে শাকিবের সিনেমাই দেখেন। ‘আমি নেতা হবো’ সিনেমাটি দেখতে শাকিবের নিজস্ব দর্শক ছাড়াও অনেক নতুন দর্শক হলমুখী হয়েছেন। তার কারণ, এরই মধ্যে আলোচনা হয়েছে ইউটিউবে সিনেমার শাকিব-মিম জুটির আবেদনময়ী গান ভাইরালের বিষয়টি।

শাকিব-মিম ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেক গুণী শিল্পীর উপস্থিতি ছিল উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ওমর সানী, মৌসুমী, কাজী হায়াৎ, সুপ্তি শেখ, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, সেলিম খান, সিবা শানু, কাবিলা প্রমুখ।

গানের দৃশ্যয়নের ক্ষেত্রে রোমান্টিকতা ও যৌন আবেদন ছিল। গানের দৃশ্যের লোকেশনগুলো ছিল নান্দনিক। এই ছবির গান লিখেছেন ভারতের জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার ও প্রিয় চট্টপাধ্যায়। গানের সুর ও সংগীত করেছে আহম্মেদ হুমায়ুন, আকাশ ও প্রীতম। গানে কণ্ঠ দিয়েছে বাংলাদেশ-ভারতের শান, মনালী ঠাকুর, আকাশ, দিনাত জাহান, জেমি ইয়াসমিন প্রমুখ যৌথ শিল্পী।

সিনেমার লোকেশন সিলেকশনে আরো মনোযোগ দেওয়া উচিত ছিল। পোশাক পরিকল্পনায় খুব বেশি অসংগতি লক্ষ করা যায়নি। তবে মেকআপ বা রূপসজ্জায় ঘাটতি ছিল ষোলোআনাই। সিনেমার গল্প, সময়, বয়স, আবহাওয়া সঙ্গে সাংঘর্ষিক ছিল মেকআপ পরিকল্পনা বা প্রয়োগের। তবে ক্যামেরা ও সম্পাদনা অনেক ক্ষেত্রে প্রশংসাই পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

নেতার মূল্যায়ন ভক্তরাই করুক

আপডেট সময় ১০:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

গত ১৬ ফেব্রুয়ারি দেশের সিনেমাপ্রেমীদের উদ্দেশে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়। তবে এই সিনেমাটি মুক্তি আগেই ইন্টারনেট ব্যবহারকারী দর্শকরা কিঞ্চিৎ পরিমাণ হলেও জানতে পান। কারণ, শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’ সিনেমার একটি গান ইউটিউবে ভাইরাল হয়।

যারা শুধু হলে গিয়ে শাকিবের সিনেমাই দেখেন। ‘আমি নেতা হবো’ সিনেমাটি দেখতে শাকিবের নিজস্ব দর্শক ছাড়াও অনেক নতুন দর্শক হলমুখী হয়েছেন। তার কারণ, এরই মধ্যে আলোচনা হয়েছে ইউটিউবে সিনেমার শাকিব-মিম জুটির আবেদনময়ী গান ভাইরালের বিষয়টি।

শাকিব-মিম ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেক গুণী শিল্পীর উপস্থিতি ছিল উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমায়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ওমর সানী, মৌসুমী, কাজী হায়াৎ, সুপ্তি শেখ, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, সেলিম খান, সিবা শানু, কাবিলা প্রমুখ।

গানের দৃশ্যয়নের ক্ষেত্রে রোমান্টিকতা ও যৌন আবেদন ছিল। গানের দৃশ্যের লোকেশনগুলো ছিল নান্দনিক। এই ছবির গান লিখেছেন ভারতের জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার ও প্রিয় চট্টপাধ্যায়। গানের সুর ও সংগীত করেছে আহম্মেদ হুমায়ুন, আকাশ ও প্রীতম। গানে কণ্ঠ দিয়েছে বাংলাদেশ-ভারতের শান, মনালী ঠাকুর, আকাশ, দিনাত জাহান, জেমি ইয়াসমিন প্রমুখ যৌথ শিল্পী।

সিনেমার লোকেশন সিলেকশনে আরো মনোযোগ দেওয়া উচিত ছিল। পোশাক পরিকল্পনায় খুব বেশি অসংগতি লক্ষ করা যায়নি। তবে মেকআপ বা রূপসজ্জায় ঘাটতি ছিল ষোলোআনাই। সিনেমার গল্প, সময়, বয়স, আবহাওয়া সঙ্গে সাংঘর্ষিক ছিল মেকআপ পরিকল্পনা বা প্রয়োগের। তবে ক্যামেরা ও সম্পাদনা অনেক ক্ষেত্রে প্রশংসাই পাবে।