আকাশ বিনোদন ডেস্ক :
সপ্তাহ খানেক আগেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েন ‘রাক্ষস’ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও তার ২৮ সদস্যের শুটিং ইউনিট। তবে দেশটিতে কবে থেকে শুটিং শুরু হচ্ছে তার আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। নির্মাতা হৃদয় জানালেন, আজ (বৃহস্পতিবার) থেকে পুরোদমে রাক্ষসের শুটিং শুরু হয়েছে। যাতে সিয়াম আহমেদও অংশ নিয়েছেন।
এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যেই নায়িকাও হাজির হয়েছেন শ্রীলঙ্কায়। সিনেমাটি যেমন একদিকে শুটিং হচ্ছে অন্যদিকে ফুটেজ অনলাইনে চলে যাচ্ছে ইডিট প্যানেলে। তাই আগামী ঈদুল ফিতরে মুক্তিতে কোনো তারাহুড়ো থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
নির্মাতা বললেন, ‘শ্রীলঙ্কায় রাক্ষসের ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আজ আমাদের শুটিং শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনে চলবে এডিটিংও। পরিকল্পনামাফিক সব করতেই আমি টিম নিয়ে শুটিং শুরুর বেশ আগে চলে আসছি। তাই যথাযথ সময়ে শুটিংও শুরু করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেনো নির্ধারিত সময়ে শুটিং শেষ করে দেশে ফিরতে পারি। ঈদুল ফিতরে দারুণ একটা রাক্ষস উপহার দিতে পারি।’
ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিনেমাটিতে সিয়াম- সুষ্মিতা ছাড়া আর কে কে থাকছেন তা এখনও জানানো হয়নি। গুঞ্জন রয়েছে বলিউডের একজন অতি পরিচিত মুখ থাকবে এতে। পাশাপাশি বাংলাদেশেরও একাধিক চমকজাগানিয়া মুখের উপস্থিতি থাকবে।
সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। এর আগে এই প্রডাকশন থেকেই বরবাদ সিনেমা নির্মিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















