অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেন থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার ভোরে ট্রেনটিতে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৪টার দিকে ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনটির খাবার বগি থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফেনসিডিল উদ্ধার হলেও এর মালিকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 

























