ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

চট্টগ্রামে পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করছিল একটি চক্র। বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মাটির নিচে থাকা পাইপলাইন থেকে তেল অনবরত বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নজরে আসে। পাইপলাইনের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন। পাইপ ফেটে আশপাশে তেল ছড়িয়ে না পড়লে বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ পেত না।’

তিনি আরও জানান,‘অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি এখনও এজাহার দাখিল করেনি। তবে মূল হোতাদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করছিল একটি চক্র। বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মাটির নিচে থাকা পাইপলাইন থেকে তেল অনবরত বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নজরে আসে। পাইপলাইনের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন। পাইপ ফেটে আশপাশে তেল ছড়িয়ে না পড়লে বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ পেত না।’

তিনি আরও জানান,‘অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি এখনও এজাহার দাখিল করেনি। তবে মূল হোতাদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’