আকাশ জাতীয় ডেস্ক :
গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ রবিবার বিকাল পাঁচটার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেন। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী হাসান নামে এক যুবক জানান, বিকাল পাঁচটার দিকে হাসপাতালের কম্পাউন্ডে খেলছিলেন তারা। এসময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুইটি কুকুর ওই নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেন।
যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. আফজালুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
আকাশ নিউজ ডেস্ক 



















