ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

এক চামচ নুনেই হবেন ‘স্লিম’! ঝরবে বাড়তি মেদ

অাকাশ নিউজ ডেস্ক:

আগে সৈন্ধব লবণ খাওয়ার চল থাকলেও ইদানিং বেশ কিছু বছর ধরেই মধ্যবিত্ত বাঙালি প্রক্রিয়া জাত ধবধবে সাদা নুন খাওয়াতেই অভ্যস্ত হয়ে পড়েছে৷ এই প্রক্রিয়াজাত নুনের তুলনায় সি সল্ট বা সৈন্ধব লবণের দানা হয় বড় বড় । তাছাড়া এই লবণের অতটা সাদা হয় না বরং কিছুটা লালচে ভাব থাকে। আসলে সাদা প্রক্রিয়াকরণের নতুনে আগের পর্যায়ই হল এই সৈন্ধব লবণ।

এটি আসলে এক ধরনের খনিজ লবণ৷ সৈন্ধব লবণ রূপে কঠিন অবস্থায় খাদ্যলবণ পাওয়া যায় । সৈন্ধব লবণে সামান্য পরিমাণে আয়রণ অক্সাইড অশুদ্ধি হিসাবে থাকায় সৈন্ধব লবণকে ঈষৎ লাল দেখায় । এই লবণ ততটা মিহি নয় বরং ডেলা ডেলা৷ তবে নুনের বদলে সৈন্ধব লবণ খেলে বেশ কিছু উপকার মিলবে। জেনে নিন সৈন্ধব লবণের উপকারিতা

প্রথমত, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সৈন্ধব লবণের ৷প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই লবণ ফলে ঠান্ডা লাগা, জ্বর, ফ্লু, অ্যালার্জির মতো বেশ কিছু রোগের হাত থেকে শরীরকে বাঁচায়।

দ্বিতীয়ত দেহের ওজন কমায়৷ এই লবণ দেহে ডাইজেস্টিভ জুস উৎপন্ন করে যা খুব তাড়াতাড়ি খাবার হজম করতে সহায়তা করে। ফলে দেহে অতিরিক্ত মেদ এবং ওজন কমে।

তৃতীয়ত ত্বকের সমস্যা কমায়৷ ত্বকে এগজিমা বা চুলকানিগত কোনও সমস্যা হলে সি সল্ট বাথ নিতে পারেন। যেহেতু এই লবণ ত্বকের ছিদ্রগুলো খুলে দেয়, রক্ত সঞ্চালন ভাল করে এবং ত্বকের টিস্যুগুলো হাইড্রেট করতে সাহায্য করে।

চতুর্থত, এই লবণ শ্লেষ্মা কাটাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট হলে উপশম দেয় সৈন্ধব লবণ।

আরও পড়ুন: মিষ্টি ছাড়লে কীভাবে বীর্য বাড়তে পারে জেনে নিন এক ক্লিকে!

পঞ্চমত, হার্টের রোগীদের জন্যও ওই লবণ উপকারি৷ সৈন্ধব লবণ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এরফলে রক্তচাপ কমে এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে হার্টকে ভাল রাখে৷ ।

ষষ্ঠত,রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রিত রাখে সৈন্ধব লবণ। ফলে ডায়াবেটিস কমাতে ডায়েটে এই সব টেবিল সল্টের বদলে এই সি সল্ট ।

সপ্তমত,এই লবণ দেহে সেরোটোনিন এবং মেলাটোনিন নামের দু’টি হরমোন ক্ষরণ করে। যা অবসাদ ও দুঃশ্চিন্তা কাটাতে সাহায্য করে।

অষ্টমত, সুস্থ থাকতে পেশীর প্রয়োজন পটাশিয়াম যা এই লবণে থাকে। ফলে পেশী সুস্থ রাখার পাশাপাশি পেশিগত টান বা খিঁচ ধরাও কমাতে পারে এই সৈন্ধব লবণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক চামচ নুনেই হবেন ‘স্লিম’! ঝরবে বাড়তি মেদ

আপডেট সময় ১১:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

আগে সৈন্ধব লবণ খাওয়ার চল থাকলেও ইদানিং বেশ কিছু বছর ধরেই মধ্যবিত্ত বাঙালি প্রক্রিয়া জাত ধবধবে সাদা নুন খাওয়াতেই অভ্যস্ত হয়ে পড়েছে৷ এই প্রক্রিয়াজাত নুনের তুলনায় সি সল্ট বা সৈন্ধব লবণের দানা হয় বড় বড় । তাছাড়া এই লবণের অতটা সাদা হয় না বরং কিছুটা লালচে ভাব থাকে। আসলে সাদা প্রক্রিয়াকরণের নতুনে আগের পর্যায়ই হল এই সৈন্ধব লবণ।

এটি আসলে এক ধরনের খনিজ লবণ৷ সৈন্ধব লবণ রূপে কঠিন অবস্থায় খাদ্যলবণ পাওয়া যায় । সৈন্ধব লবণে সামান্য পরিমাণে আয়রণ অক্সাইড অশুদ্ধি হিসাবে থাকায় সৈন্ধব লবণকে ঈষৎ লাল দেখায় । এই লবণ ততটা মিহি নয় বরং ডেলা ডেলা৷ তবে নুনের বদলে সৈন্ধব লবণ খেলে বেশ কিছু উপকার মিলবে। জেনে নিন সৈন্ধব লবণের উপকারিতা

প্রথমত, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সৈন্ধব লবণের ৷প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই লবণ ফলে ঠান্ডা লাগা, জ্বর, ফ্লু, অ্যালার্জির মতো বেশ কিছু রোগের হাত থেকে শরীরকে বাঁচায়।

দ্বিতীয়ত দেহের ওজন কমায়৷ এই লবণ দেহে ডাইজেস্টিভ জুস উৎপন্ন করে যা খুব তাড়াতাড়ি খাবার হজম করতে সহায়তা করে। ফলে দেহে অতিরিক্ত মেদ এবং ওজন কমে।

তৃতীয়ত ত্বকের সমস্যা কমায়৷ ত্বকে এগজিমা বা চুলকানিগত কোনও সমস্যা হলে সি সল্ট বাথ নিতে পারেন। যেহেতু এই লবণ ত্বকের ছিদ্রগুলো খুলে দেয়, রক্ত সঞ্চালন ভাল করে এবং ত্বকের টিস্যুগুলো হাইড্রেট করতে সাহায্য করে।

চতুর্থত, এই লবণ শ্লেষ্মা কাটাতে সাহায্য করে এবং শ্বাসকষ্ট হলে উপশম দেয় সৈন্ধব লবণ।

আরও পড়ুন: মিষ্টি ছাড়লে কীভাবে বীর্য বাড়তে পারে জেনে নিন এক ক্লিকে!

পঞ্চমত, হার্টের রোগীদের জন্যও ওই লবণ উপকারি৷ সৈন্ধব লবণ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এরফলে রক্তচাপ কমে এবং স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে হার্টকে ভাল রাখে৷ ।

ষষ্ঠত,রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রিত রাখে সৈন্ধব লবণ। ফলে ডায়াবেটিস কমাতে ডায়েটে এই সব টেবিল সল্টের বদলে এই সি সল্ট ।

সপ্তমত,এই লবণ দেহে সেরোটোনিন এবং মেলাটোনিন নামের দু’টি হরমোন ক্ষরণ করে। যা অবসাদ ও দুঃশ্চিন্তা কাটাতে সাহায্য করে।

অষ্টমত, সুস্থ থাকতে পেশীর প্রয়োজন পটাশিয়াম যা এই লবণে থাকে। ফলে পেশী সুস্থ রাখার পাশাপাশি পেশিগত টান বা খিঁচ ধরাও কমাতে পারে এই সৈন্ধব লবণ।