ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ রুবল

আকাশ নিউজ ডেস্ক :

সুস্থ সন্তান জন্ম দিলেই মিলবে অর্থ। আর তার জন্য ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি শর্তও। আর সেই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল গেছে।

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। চিন এবং জাপানের মতোই দেশে জন্মহার বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিয়েছে রাশিয়া। বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েদের সংসার করতে উৎসাহ দিতে এবং পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে রাজি হলে তাদের ১ লক্ষ রুবল দেওয়া হবে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের পড়ুয়া হতে হবে ওই ছাত্রীকে। এ ছাড়াও কারেলিয়ার বাসিন্দা হতে হবে তাঁকে।

যাঁরা সুস্থ সন্তানের জন্ম দেবেন না, এই সুযোগ পাবেন না সেই সব ‘মা’। তবে জন্ম দেওয়ার পরপরই যদি সন্তানের মৃত্যু হয়, তা হলে কি টাকা বা উল্লিখিত সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি প্রশাসনের তরফে। তবে শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১টি শহরে অল্পবয়সী মেয়েদের এই প্রস্তাব গ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধরনের প্রস্তাব নিয়ে দেশের নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করা হচ্ছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ বাচ্চার জন্ম হয়েছে। সে দেশের সমীক্ষা বলছে, ২৫ বছরে যা সবচেয়ে কম। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের তুলনায় ১৬ হাজার জন্ম কম হয়েছে। আর জন্মহার কমতে থাকায় উদ্বেগে সরকার। তাই জন্মহার বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ করা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ রুবল

আপডেট সময় ১০:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

আকাশ নিউজ ডেস্ক :

সুস্থ সন্তান জন্ম দিলেই মিলবে অর্থ। আর তার জন্য ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি শর্তও। আর সেই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল গেছে।

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। চিন এবং জাপানের মতোই দেশে জন্মহার বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিয়েছে রাশিয়া। বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েদের সংসার করতে উৎসাহ দিতে এবং পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে রাজি হলে তাদের ১ লক্ষ রুবল দেওয়া হবে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের পড়ুয়া হতে হবে ওই ছাত্রীকে। এ ছাড়াও কারেলিয়ার বাসিন্দা হতে হবে তাঁকে।

যাঁরা সুস্থ সন্তানের জন্ম দেবেন না, এই সুযোগ পাবেন না সেই সব ‘মা’। তবে জন্ম দেওয়ার পরপরই যদি সন্তানের মৃত্যু হয়, তা হলে কি টাকা বা উল্লিখিত সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি প্রশাসনের তরফে। তবে শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১টি শহরে অল্পবয়সী মেয়েদের এই প্রস্তাব গ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধরনের প্রস্তাব নিয়ে দেশের নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করা হচ্ছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ বাচ্চার জন্ম হয়েছে। সে দেশের সমীক্ষা বলছে, ২৫ বছরে যা সবচেয়ে কম। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের তুলনায় ১৬ হাজার জন্ম কম হয়েছে। আর জন্মহার কমতে থাকায় উদ্বেগে সরকার। তাই জন্মহার বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ করা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে।