ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩ নির্বাচন বানচালে সীমান্তের ওপারে গভীর ষড়যন্ত্র চলছে: আদিলুর রহমান উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন ভারতের দালাল পাকিস্তানের দালাল, এসব বলা বাদ দিতে হবে: (এবি) পার্টির চেয়ারম্যান জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু ঋণের বিনিময়ে যুদ্ধবিমান লেনদেনে আলোচনায় সৌদি-পাকিস্তান ‘দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত’: মির্জা ফখরুল আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে আগামী ১০ বছর: তামিম ইকবাল নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ইইউ পর্যবেক্ষণ প্রধান ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ

সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ রুবল

আকাশ নিউজ ডেস্ক :

সুস্থ সন্তান জন্ম দিলেই মিলবে অর্থ। আর তার জন্য ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি শর্তও। আর সেই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল গেছে।

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। চিন এবং জাপানের মতোই দেশে জন্মহার বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিয়েছে রাশিয়া। বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েদের সংসার করতে উৎসাহ দিতে এবং পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে রাজি হলে তাদের ১ লক্ষ রুবল দেওয়া হবে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের পড়ুয়া হতে হবে ওই ছাত্রীকে। এ ছাড়াও কারেলিয়ার বাসিন্দা হতে হবে তাঁকে।

যাঁরা সুস্থ সন্তানের জন্ম দেবেন না, এই সুযোগ পাবেন না সেই সব ‘মা’। তবে জন্ম দেওয়ার পরপরই যদি সন্তানের মৃত্যু হয়, তা হলে কি টাকা বা উল্লিখিত সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি প্রশাসনের তরফে। তবে শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১টি শহরে অল্পবয়সী মেয়েদের এই প্রস্তাব গ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধরনের প্রস্তাব নিয়ে দেশের নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করা হচ্ছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ বাচ্চার জন্ম হয়েছে। সে দেশের সমীক্ষা বলছে, ২৫ বছরে যা সবচেয়ে কম। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের তুলনায় ১৬ হাজার জন্ম কম হয়েছে। আর জন্মহার কমতে থাকায় উদ্বেগে সরকার। তাই জন্মহার বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ করা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ গ্রেফতার ৩

সন্তান জন্ম দিলেই মিলবে ১ লাখ রুবল

আপডেট সময় ১০:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

আকাশ নিউজ ডেস্ক :

সুস্থ সন্তান জন্ম দিলেই মিলবে অর্থ। আর তার জন্য ২৫ বছরের কম বয়সি ছাত্রীদের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বেশ কয়েকটি শর্তও। আর সেই প্রস্তাব দেওয়া হচ্ছে প্রশাসন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল গেছে।

‘দ্য মস্কো টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এমনই প্রস্তাব দেওয়া হচ্ছে রাশিয়ার একটি শহরে। চিন এবং জাপানের মতোই দেশে জন্মহার বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নিয়েছে রাশিয়া। বিশেষ করে অল্পবয়সী ছেলেমেয়েদের সংসার করতে উৎসাহ দিতে এবং পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধি করতেই এই উদ্যোগ বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছে প্রশাসন। কারেলিয়া শহরের ঘটনা। সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ‘মা’ হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই প্রস্তাবে রাজি হলে তাদের ১ লক্ষ রুবল দেওয়া হবে। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ মেয়াদের পড়ুয়া হতে হবে ওই ছাত্রীকে। এ ছাড়াও কারেলিয়ার বাসিন্দা হতে হবে তাঁকে।

যাঁরা সুস্থ সন্তানের জন্ম দেবেন না, এই সুযোগ পাবেন না সেই সব ‘মা’। তবে জন্ম দেওয়ার পরপরই যদি সন্তানের মৃত্যু হয়, তা হলে কি টাকা বা উল্লিখিত সুযোগ-সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কিছু বলা হয়নি প্রশাসনের তরফে। তবে শুধু কারেলিয়াই নয়, রাশিয়ার আরও ১১টি শহরে অল্পবয়সী মেয়েদের এই প্রস্তাব গ্রহণে উৎসাহিত করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ধরনের প্রস্তাব নিয়ে দেশের নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সরকারের দূরদর্শিতার অভাব রয়েছে বলেও কটাক্ষ করা হচ্ছে।

২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫ লক্ষ ৯৯ হাজার ৬০০ বাচ্চার জন্ম হয়েছে। সে দেশের সমীক্ষা বলছে, ২৫ বছরে যা সবচেয়ে কম। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের তুলনায় ১৬ হাজার জন্ম কম হয়েছে। আর জন্মহার কমতে থাকায় উদ্বেগে সরকার। তাই জন্মহার বৃদ্ধির জন্য নানা রকম পদক্ষেপ করা শুরু হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশে।